চিরাচরিত প্রথা মেনে ভাদ্র মাসের শেষ রবিবার থেকে শুরু হয়েছে প্রায় দেড়শো বছরের পুরনো মহাকালধাম মেলা। শ্রাবণ ও ভদ্র মাস জুড়ে মহাকালধামের শিবের মাথায় জল ঢালতে ভিন রাজ্য থেকেও ছুটে আসেন ভক্তরা। কথিত আছে স্বপ্নাদেশে শিবলিঙ্গের কথা জানতে পেরে এই মহাকালধামের পুজো শুরু হয় আজ থেকে প্রায় দেড়শো বছর আগে। তৎকালীন কোচবিহারের মহারাজা নাকি এই শিবলিঙ্গ তুলে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। লোকমুখে কথিত, এক সময় মহাকালধাম মন্দিরের পাশেই ধারসী নদী এসে গিয়েছিল। কিন্তু রাতের অন্ধকারেই সেই নদী আবার প্রায় ৫০০ মিটার দূরে চলে যায়। সবটাই ধামের দেবাদিদেবের মহিমা বলে লোকমুখে প্রচারিত।
advertisement
আলিপুরদুয়ারের এই অতি জনপ্রিয় মেলায় ভোরবেলা থেকেই শুরু হয়ে যায় ভক্তবৃন্দের আগমন।পায়রা, হাঁস উৎসর্গ করা হয় দেবতার নামে।ৎমেলা কমিটির সভাপতি ফণি রায় জানিয়েছেন, কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও শতাধিক স্বেচ্ছাসেবক থেকে শুরু করে মেলা কমিটির কর্মকর্তারা বিষয়টি দেখছেন।
অনন্যা দে





