বর্তমানে এই রাস্তা দুর্ঘটনা স্থলে পরিণত হয়েছে। তবুও কোনো উদ্যোগ গ্রহণ করছেন না প্রশাসন বলে ক্ষুব্ধ এলাকাবাসী। আর হ্যামিল্টনগঞ্জ স্টেশন, বিডিও অফিস সহ একাধিক স্কুল ও অন্যান্য দফতরে যাওয়ার অন্যতম প্রধান রাস্তা হ্যামিল্টনগঞ্জের পাঁচমোড়। এই এলাকাতেই অনেক ওষুধের দোকান রয়েছে। রোগীদের আনাগোনা রয়েছে এই এলাকায়।
আরও পড়ুনঃ ক্রমাগত হাতির হানা মাদারিহাট এলাকায়! চিন্তায় এলাকার বাসিন্দারা
advertisement
এলাকাবাসীদের অভিযোগ, 'না সরকারি প্রকল্পের জল পেয়েছি, না রাস্তা মেরামত হয়েছে। রাস্তায় এরূপ গর্তের কারনে প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটতে থাকে। তাই প্রশাসনের শীঘ্রই এই বিষয়ে নজর দেওয়া উচিত।' অন্যদিকে, এ বিষয়ে কালচিনি বিডিও প্রশান্ত বর্মন জানান, 'জনগণের অভিযোগ মেলেনি এই বিষয়ে। তবে আমি সেখানে যাব। বিষয়টি আমি যাচাই করে দেখবো এবং আমার উচ্চপদস্থ আধিকারিককে জানাবো।সমস্যার সমাধান হবে।\"
Annanya Dey





