এর ফলে ধুলোয় আচ্ছন্ন হয়ে যায় গোটা গ্রাম। এলাকায় রাস্তাও ভাঙ্গা রাস্তার মাঝে মাঝে গর্ত খুঁড়ে রেখেছে ঠিকাদারি সংস্থা বলে অভিযোগ এলাকাবাসীদের। সেগুলোও সংস্কারের উদ্যোগ নিচ্ছে না প্রশাসন। এই সকল বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ না নিলে তারা পথ অবরোধ চালাবেন বলে স্পষ্ট জানিয়েছেন এলাকাবাসীরা। কৃষিপ্রবণ এলাকা ফালাকাটা। এই এলাকায় কৃষিকাজ হয়ে থাকে বছরের প্রতিটি সময়।এই ধুলোবালি ফসলের ক্ষতি করছে বলে জানা যায়।
advertisement
আরও পড়ুনঃ জানুয়ারি মাস থেকে রুবেলা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হবে কালচিনিতে
এমনকি সবজি নিয়ে অন্যান্য বাজারে যেতে গেলে প্রতিটি সবজিতে এত ধুলো জমে যে পরে তা বিক্রি করা যায় না। আর্থিক দিক দিয়ে তাদের অনেক ক্ষতি হচ্ছে বলে জানা যায়। বহুবার প্রশাসনকে জানিয়ে কোনও লাভ না হওয়ায় শনিবার দুপুর থেকে রাস্তা আটকে বিক্ষোভে সামিল হন তারা। যে এলাকায় পথ অবরোধ হয়েছে সে এলাকার রাস্তাটি রাজ্য সড়ক রয়েছে। বিকেল পর্যন্ত অবরোধ চলার ফলে তীব্র যানযটের সৃষ্টি হয়। পরবর্তীতে ফালাকাটা থানার পুলিশ এলাকায় পৌঁছে পথ অবরোধ তুলে দেয়।
Annanya Dey