TRENDING:

Wild Life: চা বাগানের খাঁচায় ওটা কী ধরা পড়ল! কাছে যেতেই ভয়ে চক্ষু চড়কগাছ সকলের...হাড়হিম ভয়ে রক্তশূন্য

Last Updated:

Wild Life: ফের ডুয়ার্সের চা বাগানে খাঁচাবন্দি লেপার্ড। ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানের ঘটনা। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা খাঁচা থেকে লেপার্ডের গর্জন শুনতে পান। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনন্যা দে, আলিপুরদুয়ার: ফের ডুয়ার্সের চা বাগানে খাঁচাবন্দি লেপার্ড। ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানের ঘটনা। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা পাতা ফাঁদের খাঁচা থেকে লেপার্ডের গর্জন শুনতে পান।
লেপার্ড 
লেপার্ড 
advertisement

কাছে গিয়ে দেখেন একটি লেপার্ড খাঁচায় বন্দি হয়ে ছোটাছুটি করছে। মুহূর্তের মধ্যে এই খবর চাউর হতেই বহু মানুষ ভিড় করেন সেই খাঁচাবন্দি লেপার্ডটিকে দেখতে। পরবর্তীতে খবর দেওয়া হয় বন দফতরের কর্মীদের। খবর পেয়ে বনকর্মীরা এসে খাঁচা-সহ ওই লেপার্ডটিকে উদ্ধার করে নিয়ে যায়। আর এভাবেই চা বাগান থেকে লেপার্ড খাঁচা বন্দি হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলছেন বাগানের চা শ্রমিকরা। তবে বন দফতর সূত্রে খবর লেপার্ডটিকে উদ্ধার করা হয়েছে। সেই লেপার্ডটির শারীরিক পরীক্ষার পর আবারও জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন : আসছে গুরু পূর্ণিমা! ১ টাকার কয়েন দিয়ে ছোট্ট কাজেই টাকার বৃষ্টি! আপনার বাড়ি থেকে অভাব দুঃখ কষ্ট পালাবে চিরতরে!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অন্যদিকে, গ্রিন করিডোর করে আলিপুর চিড়িয়াখানা থেকে ১৮টি প্রাণী গেল‌ বেঙ্গল সাফারিতে‌। সব কিছু ঠিক থাকলে পুজোর আগেই নতুন অতিথিরা দর্শকদের সামনে আসবে। আলিপুর চিড়িয়াখানা থেকে গিয়েছে একজোড়া স্ত্রী ঘড়িয়াল। এছাড়াও রয়েছে একজোড়া হিমালয়ান ব্ল্যাক বিয়ার, দু’টো পুরুষ ইন্ডিয়ান ওয়াইল্ড ডগ। এছাড়াও গিয়েছে দু’জোড়া পেইন্টেড স্টর্ক বার্ড, এক জোড়া স্পুনবিল বার্ড ও তিন জোড়া গ্রিন ইগুয়ানা। পুজোর আগে বেঙ্গল সাফারিকে আরও আকর্ষণীয়ভাবে সাজিয়ে তুলতে প্রায় চার কোটি টাকা বরাদ্দ হয়েছে। আলিপুর চিড়িয়াখানা থেকে অতিথিদের গ্রিন করিডর করে তিনটি বিশেষ অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছে। তখন উপস্থিত ছিলেন প্রাণী বিশেষজ্ঞ, পশু চিকিৎসক ও বনদফতরের বিশেষ টিম।সব প্রাণী ঠিকভাবে পৌঁছে গিয়েছে‌। আলিপুর চিড়িয়াখানার এই প্রাণী এবার শোভা দেবে বেঙ্গল সাফারিতে।

advertisement

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Wild Life: চা বাগানের খাঁচায় ওটা কী ধরা পড়ল! কাছে যেতেই ভয়ে চক্ষু চড়কগাছ সকলের...হাড়হিম ভয়ে রক্তশূন্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল