Guru Purnima Astro Tips: আসছে গুরু পূর্ণিমা! ১ টাকার কয়েন দিয়ে ছোট্ট কাজেই টাকার বৃষ্টি! আপনার বাড়ি থেকে অভাব দুঃখ কষ্ট পালাবে চিরতরে!

Last Updated:
Guru Purnima Astro Tips: এ বার গুরুপূর্ণিমা পড়েছে বৃহস্পতিবার৷ লক্ষ্মীবার হওয়াতে এই পূর্ণিমার গুরুত্ব ও মাহাত্ম্য বেড়ে গিয়েছে অনেকটাই৷ এই তিথিতে পালনীয় কিছু আচরণ আছে৷ মনে করা হয় সেই জ্যোতিষ টোটকা পালন করলে জীবনে অর্থের অভাব থাকে না৷ দূর হয় দারিদ্র ও অনটন৷
1/6
চলছে আষাঢ় মাস৷ আসছে গুরুত্বপূর্ণ উৎসব গুরু পূর্ণিমা৷ আষাঢ় মাসের পূর্ণিমায় পালিত হয় এই অনুষ্ঠান৷ গুরুকে শ্রদ্ধা সম্মান জানানো হয় এই তিথিতে৷ আগামী ১০ জুলাই পালিত হবে এই পুণ্যতিথি৷
চলছে আষাঢ় মাস৷ আসছে গুরুত্বপূর্ণ উৎসব গুরু পূর্ণিমা৷ আষাঢ় মাসের পূর্ণিমায় পালিত হয় এই অনুষ্ঠান৷ গুরুকে শ্রদ্ধা সম্মান জানানো হয় এই তিথিতে৷ আগামী ১০ জুলাই পালিত হবে এই পুণ্যতিথি৷
advertisement
2/6
এ বার গুরুপূর্ণিমা পড়েছে বৃহস্পতিবার৷ লক্ষ্মীবার হওয়াতে এই পূর্ণিমার গুরুত্ব ও মাহাত্ম্য বেড়ে গিয়েছে অনেকটাই৷ এই তিথিতে পালনীয় কিছু আচরণ আছে৷ মনে করা হয় সেই জ্যোতিষ টোটকা পালন করলে জীবনে অর্থের অভাব থাকে না৷ দূর হয় দারিদ্র ও অনটন৷ বলছেন পণ্ডিত কল্কি রাম৷
এ বার গুরুপূর্ণিমা পড়েছে বৃহস্পতিবার৷ লক্ষ্মীবার হওয়াতে এই পূর্ণিমার গুরুত্ব ও মাহাত্ম্য বেড়ে গিয়েছে অনেকটাই৷ এই তিথিতে পালনীয় কিছু আচরণ আছে৷ মনে করা হয় সেই জ্যোতিষ টোটকা পালন করলে জীবনে অর্থের অভাব থাকে না৷ দূর হয় দারিদ্র ও অনটন৷ বলছেন পণ্ডিত কল্কি রাম৷
advertisement
3/6
বৃহস্পতিবার, গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে নারায়ণ এবং মা লক্ষ্মীকে নিবেদন করুন হলুদ ফুলের মালা, হলুদ ফুল এবং পদ্মফুল৷ পুজো শুরুর আগে বাড়িঘর, ঠাকুরঘর পরিষ্কার করে আলপনা দিন৷ তার পর শুদ্ধ বসনে পুজো করুন৷
বৃহস্পতিবার, গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে নারায়ণ এবং মা লক্ষ্মীকে নিবেদন করুন হলুদ ফুলের মালা, হলুদ ফুল এবং পদ্মফুল৷ পুজো শুরুর আগে বাড়িঘর, ঠাকুরঘর পরিষ্কার করে আলপনা দিন৷ তার পর শুদ্ধ বসনে পুজো করুন৷
advertisement
4/6
মা লক্ষ্মীকে নিবেদন করুন এক মুঠো আতপ চাল, পান, সুপুরি এবং একটি ১ টাকার মুদ্রা৷ দিনের বেলা পুজোর পর সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার পর ওই আতপ চাল, পান, সুপুরি এবং ১ টাকার মুদ্রা তুলে মুড়ে রাখুন হলুদ শালুর কাপড়ে৷
মা লক্ষ্মীকে নিবেদন করুন এক মুঠো আতপ চাল, পান, সুপুরি এবং একটি ১ টাকার মুদ্রা৷ দিনের বেলা পুজোর পর সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার পর ওই আতপ চাল, পান, সুপুরি এবং ১ টাকার মুদ্রা তুলে মুড়ে রাখুন হলুদ শালুর কাপড়ে৷
advertisement
5/6
তার পর ওই হলুদ শালু রেখে দিন আপনার বাড়ির চাল রাখার পাত্রে৷ তবে এই কাজ করার সময় খেয়াল রাখবেন যাতে আপনাকে কেউ দেখতে না পায়৷ কাজটি করার আগে রান্নাঘর এবং ভাঁড়ার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন৷
তার পর ওই হলুদ শালু রেখে দিন আপনার বাড়ির চাল রাখার পাত্রে৷ তবে এই কাজ করার সময় খেয়াল রাখবেন যাতে আপনাকে কেউ দেখতে না পায়৷ কাজটি করার আগে রান্নাঘর এবং ভাঁড়ার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন৷
advertisement
6/6
এই টোটকা পালন করলে বছরভর বজায় থাকবে অর্থের যোগান৷ কোনওদিন আপনার সংসারে দেখা দেবে না অর্থাভাব এবং অন্নাভাব৷ সংসার থেকে চিরতরে বিদায় নেবে অভাব অনটন এবং দুঃখ দুর্দশা৷ (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।) (সব ছবি-নেটমাধ্যম)
এই টোটকা পালন করলে বছরভর বজায় থাকবে অর্থের যোগান৷ কোনওদিন আপনার সংসারে দেখা দেবে না অর্থাভাব এবং অন্নাভাব৷ সংসার থেকে চিরতরে বিদায় নেবে অভাব অনটন এবং দুঃখ দুর্দশা৷ (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।) (সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement