এ দিন শুধু ধাধি নন, বাড়ির কুকুরটিও এই দৃশ্য দেখে বাইরে বেরিয়ে যায়। টিনের দেওয়ালে বসেছিল মুরগি। রাধি খড়িয়া উঁকি দিয়ে দেখেন চিতা বাঘটি টিনে বসা মুরগিটি টেনে নিয়ে গেল। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কালচিনি রেল স্টেশন সংলগ্ন শান্তি কলোনি এলাকায়। গতকাল সন্ধ্যারাতে এলাকায় চিতা বাঘটি প্রবেশ করে।
আরও পড়ুনঃ হু হু করে নামছে পারদ, ৪৮ ঘণ্টায় একেবারে বদলে যাবে পুরুলিয়ার আবহাওয়া, জানুন পূর্বাভাস
advertisement
রাধি খড়িয়া জানান, "তিনি উনুনে জল গরম করছিলেন।সেই সময়ে পাশে বসে নিজেও আগুনের তাপ নিচ্ছিলেন। হঠাৎ একটি চিতা বাঘ পেছন দিক দিয়ে ঝাঁপিয়ে পড়ে। মুরগিটি নিয়ে চলে যায়। সেই দৃশ্য ভুলতে পারেনি গৃহকর্ত্রী রাধি খড়িয়া। সারা রাত না ঘুমিয়ে কাটিয়েছেন আতঙ্কে।"
ঘটনায় ভীত এলাকার বাসিন্দারা। বাসিন্দারা বাড়ির বাইরে বেরতে ভয় পাচ্ছেন। ঘটনার খবর দেওয়া হয় বন দফতরে। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তেমন ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। ফের লেপার্ড এলে বন দফতরের কার্যালয় ঘেরাওয়ের হুশিয়ারি দিয়েছেন।
Annanya Dey