গত মে মাসে কালচিনি ব্লকের উত্তর মেন্দাবাড়ি এলাকার কালজানি নদীর বুক থেকে সম্পূর্ণ অবৈধ ভাবে আর্থ মুভারের সাহায্যে বালি-পাথর উত্তোলন রুখে দেয় স্থানীয় জনতা। একইসঙ্গে জেলার নদীগুলি থেকে মানুষের পরিবর্তে আর্থ মুভারের সাহায্যে বালি-পাথর তোলা যে কোনও মূল্যে রোখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবমশী। পুলিশ বাহিনী গিয়ে বাজেয়াপ্ত করে একটি আর্থ মুভার।
advertisement
আরও পড়ুনঃ গর্ভবতীর মৃত্যুতে চাঞ্চল্য হাসপাতালে, চিকিৎসায় গাফিলতির অভিযোগ!
গত ১৯ মে জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনার কাছে এই ভাবে বালি-পাথর উত্তোলনের প্রতিবাদ জানিয়ে লিখিত অভিযোগ করেছিলেন উত্তর মেন্দাবাড়ির বাসিন্দারা। অভিযোগ, তার পরও দিনেরাতে কালজানি নদীর বুক চিরে কিলোমিটারের পর কিলোমিটার এলাকায় চলছিল আর্থ মুভারের সাহায্যে বালি-পাথর উত্তোলন। ওই অবৈধ কারবার রুখতে এককাট্টা হন এলাকার মানুষ। তাঁরাই মিলিত প্রতিবাদে এলাকাছাড়া করেন ওই অবৈধ বালি কারবারিদের। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী গিয়ে বাজেয়াপ্ত করে একটি আর্থ মুভার।
Annanya Dey