TRENDING:

Alipurduar News: বিডিও প্রশান্ত বর্মণের ত‍ৎপরতায় রোখা গেল অবৈধ বালি পাচার

Last Updated:

অবৈধভাবে বালি পাচারের চেষ্টা বিফলে গেল বিডিও-র উপস্থিতিতে। কালচিনির সুপার বিডিও প্রশান্ত বর্মন শনিবার অভিযান চালান কালচিনি ব্লকের বাসরা নদীর ঘাটে। অভিযান চালানোর সময়ে বিডিও দেখতে পান একটি ট্রাক্টর নদী থেকে বালি তুলছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : অবৈধভাবে বালি পাচারের চেষ্টা বিফলে গেল বিডিও-র উপস্থিতিতে। কালচিনির সুপার বিডিও প্রশান্ত বর্মন শনিবার অভিযান চালান কালচিনি ব্লকের বাসরা নদীর ঘাটে। অভিযান চালানোর সময়ে বিডিও দেখতে পান একটি ট্রাক্টর নদী থেকে বালি তুলছে। সন্দেহ হতেই ট্রাক্টরটির দিকে দৌড়ে যান বিডিও। এদিকে বিডিও ও তার নিরাপত্তা রক্ষীকে দেখে ভয়ে বালির ট্রলি ফেলেই পালান চালক। বালির গাড়িটি উদ্ধার করা হয়েছে। ট্রাক্টর চালকের খোঁজ ইতিমধ্যে শুরু হয়েছে। কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ জানান, "কালচিনি ব্লকের বেশিরভাগ নদী বন দফতরের সম্পত্তি। চোখে ধুলো দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন মেনে নেওয়া যাবে না। প্রতিদিন প্রশাসনের তরফে অভিযান চলবে নদীগুলিতে।"
advertisement

গত মে মাসে কালচিনি ব্লকের উত্তর মেন্দাবাড়ি এলাকার কালজানি নদীর বুক থেকে সম্পূর্ণ অবৈধ ভাবে আর্থ মুভারের সাহায্যে বালি-পাথর উত্তোলন রুখে দেয় স্থানীয় জনতা। একইসঙ্গে জেলার নদীগুলি থেকে মানুষের পরিবর্তে আর্থ মুভারের সাহায্যে বালি-পাথর তোলা যে কোনও মূল্যে রোখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবমশী। পুলিশ বাহিনী গিয়ে বাজেয়াপ্ত করে একটি আর্থ মুভার।

advertisement

আরও পড়ুনঃ গর্ভবতীর মৃত্যুতে চাঞ্চল্য হাসপাতালে, চিকিৎসায় গাফিলতির অভি‌যোগ!

গত ১৯ মে জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনার কাছে এই ভাবে বালি-পাথর উত্তোলনের প্রতিবাদ জানিয়ে লিখিত অভিযোগ করেছিলেন উত্তর মেন্দাবাড়ির বাসিন্দারা। অভিযোগ, তার পরও দিনেরাতে কালজানি নদীর বুক চিরে কিলোমিটারের পর কিলোমিটার এলাকায় চলছিল আর্থ মুভারের সাহায্যে বালি-পাথর উত্তোলন। ওই অবৈধ কারবার রুখতে এককাট্টা হন এলাকার মানুষ। তাঁরাই মিলিত প্রতিবাদে এলাকাছাড়া করেন ওই অবৈধ বালি কারবারিদের। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী গিয়ে বাজেয়াপ্ত করে একটি আর্থ মুভার।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বিডিও প্রশান্ত বর্মণের ত‍ৎপরতায় রোখা গেল অবৈধ বালি পাচার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল