TRENDING:

Alipurduar News|| স্ত্রীর সঙ্গে অশান্তি! এ কী করলেন এই ‌যুবক! তোলপাড় রাজাভাতখাওয়া

Last Updated:

Husband committed suicide: সাংসারিক জীবন ভরে উঠছিল অশান্তিতে। কোনও উপায় না পেয়ে আত্মহননের পথ বেছে নিল রাজাভাতখাওয়ার  এক যুবক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার: সাংসারিক জীবন ভরে উঠছিল অশান্তিতে। কোনও উপায় না পেয়ে আত্মহননের পথ বেছে নিল রাজাভাতখাওয়ার এক যুবক। কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে সোমবার চাঞ্চল্য ছড়ালো গোটা এলকায়। মৃত যুবকের নাম অমিত ওরাঁও (২৩)।
advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন সকালে এলাকার বাসিন্দা অমিত ওঁরাও-এর পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর তাকে লতাবাড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে কালচিনি থানার পুলিশ।

আরও পড়ুনঃ বাড়িতে ছিল মা-মেয়ে, ডাক্তারের বাড়িতে এল পুলিশ! দরজা খুলতেই চক্ষু চড়কগাছ

advertisement

অমিতের পরিবার সূত্রে খবর, এক বছর হতে চলল অমিতের বিয়ের। স্থানীয় এক যুবতীর সঙ্গে বিয়ে হয় তার। বিয়ে হওয়ার পর থেকেই অশান্তি লেগে রয়েছে দু'জনের। প্রতিদিন চলত অশান্তি। পরিবারের মানুষদের হস্তক্ষেপে অশান্তি দূর করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু কোনওভাবেই থামানো যেত না তাদের। অমিতের স্ত্রীর উচ্চাকাঙ্খা দিন প্রতিদিন বেড়েই চলছিল। যা পূরণ করতে হিমশিম খেতে হত অমিতকে। কোনওসময় তা পূরণ না করতে পারলেই শুরু হত অশান্তি। এত অশান্তি সহ্য করতে করতে মানসিক অবসাদে ডুবে গিয়েছিল অমিত। এর আগেও সে আত্মহত্যার চেষ্টা করেছিল।

advertisement

View More

কিন্তু পরিবারের কেউ দেখে ফেলায় তা সে করতে পারে না। স্ত্রী-র সামনে যেতে ভয় পেত অমিত বলে জানা যায়। বেশ কিছুদিন বাড়ির বাইরে দেখা যেত তাকে। গতকাল তুমুল অশান্তি হয় স্বামী-স্ত্রীর মধ্যে। এই অশান্তি সহ্য না করতে পেরে আত্মহত্যার পথ বেছে নেয় অমিত বলে পরিবারের অনুমান। যদিও তার স্ত্রীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানায়নি তার পরিবারের সদস্যরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৩০০ কেজি ঠেকুয়া, ৩০০ কেজি বোঁদে! ছটপুজোর প্রসাদে বিরাট আয়োজন, কোথায় হল জানুন
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News|| স্ত্রীর সঙ্গে অশান্তি! এ কী করলেন এই ‌যুবক! তোলপাড় রাজাভাতখাওয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল