সলসলাবাড়ি এলাকার জাতীয় সড়কে পর্যাপ্ত আলোর অভাবে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়দের মত। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলে এই জাতীয় সড়ক দিয়ে চলাচল করতে ভয় পান স্থানীয়রা।রাস্তার ধারে অনেক পথবাতি জ্বলে না বলে অভিযোগ স্থানীয়দের। রাত বাড়লেই দুর্ঘটনার আশঙ্কা লেগে থাকে স্থানীয়দের।
আরও পড়ুনঃ বৌদিকে খুন করে সেফটি ট্যাঙ্কে রেখে দিল দেওর! খুনের কারণ জানলে চমকে যাবেন
advertisement
দুর্ঘটনা দেখতে দেখতে অভ্যস্থ হয়ে গিয়েছেন তারা। রাস্তায় অনেক পথবাতি জ্বলে না,এই বিষয়টি কাকে জানাবেন তা বুঝে পান না তারা। গতকাল পুলিশের কাছে সমস্যার কথা বলেছেন স্থানীয়রা। তাতে কতটা লাভ হবে সেবিষয়ে প্রশ্ন থেকে যায়। রাত বাড়লেই বেপরোয়া হয়ে ওঠেন বাইক চালকরা।
আরও পড়ুনঃ নীল চায়ে চুমুক দেবেন নাকি! 'ব্লু পিয়া টি'-তে মন মজেছে নতুন প্রজন্মের! জানুন
ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে হেলমেট না পড়েই জাতীয় সড়কে চালাতে শুরু করেন বাইক চালকরা। স্থানীয়রা অনুরোধ জানিয়েছেন প্রশাসনের কাছে, যে বেপরোয়া বাইক চালকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হোক। নইলে এভাবেই অকালে প্রাণ হারাতে হতে পারে অনেক ব্যক্তিদের।
Ananya Dey