TRENDING:

Alipurduar News: গ্রামকে মহামারির হাত থেকে বাঁচাতে জোড়া মুরগি ও হাঁস দিয়ে সাংসারি দেবীর পুজোয় মেতেছে গোর্খারা

Last Updated:

সাংসারি দেবীর কোনও রূপ নেই। অর্থাৎ হিন্দু মতে পুজো হলেও এই দেবী নিরাকার। গোর্খারা প্রকৃতিকেই সাংসারি দেবী বলে মনে করেন। তাই এই পুজোকে এক কথায় প্রকৃতি পুজোও বলা চলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: মহামারির প্রকোপ থেকে গ্রামকে রক্ষা করতে সাংসারি দেবীর পুজোয় মেতেছে গোর্খারা। এই জনজাতি গোষ্ঠীর মানুষেরা মনে করেন, দেবী সাংসারি তুষ্ট থাকলে কোন‌ও রোগ গ্রামে প্রবেশ করতে পারবে না। আজ নয়, যুগ যুগ ধরে গোর্খারা এই পুজো করে আসছেন।
advertisement

সাংসারি দেবীর কোনও রূপ নেই। অর্থাৎ হিন্দু মতে পুজো হলেও এই দেবী নিরাকার। গোর্খারা প্রকৃতিকেই সাংসারি দেবী বলে মনে করেন। তাই এই পুজোকে এক কথায় প্রকৃতি পুজোও বলা চলে। আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের দলসিংপাড়া স্টেশন লাইনে বসবাসরত গোর্খারা সাংসারি দেবীর পুজোয় মেতেছেন। যুগ যুগ ধরে চৈত্র মাসে এই পুজো হয়ে আসছে।

advertisement

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ার ক্ষমতা! সামান্য হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করল দাতব্য চিকিৎসালয়

সাংসারি দেবীর পুজোর পুরোহিত লালু গিরি জানান, এই পুজো লোকালয়ে করার নিয়ম নেই। গ্রামে যেখানে বসতি থাকে তা পেরিয়ে জঙ্গল যেখান থেকে শুরু হয় ঠিক সেখানে এই পুজো হয়। এই পুজোয় দেবীর উদ্দেশ্যে নিবেদন করা হয় জোড়া মুরগি ও জোড়া হাঁস। এছাড়াও কলাপাতা, নানান ফল দিয়ে তৈরি হয় পুজোর নৈবেদ্য। এই পুজোর উপাচারের মধ্যে থাকে ছোট ছোট পতাকা। দলসিংপাড়া স্টেশন লাইন এলাকায় এই সাংসারি দেবীর পুজো তিন পুরুষ ধরে হয়ে আসছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কোণঠাসা কাস্তে, ভবিষ্যৎ অন্ধকারে! মেশিনের চাহিদা বাড়তেই আর ঘুরে তাকাচ্ছেন না চাষিরা
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: গ্রামকে মহামারির হাত থেকে বাঁচাতে জোড়া মুরগি ও হাঁস দিয়ে সাংসারি দেবীর পুজোয় মেতেছে গোর্খারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল