TRENDING:

Alipurduar News: বারাণসীর পুরোহিত এনে তোর্সা পাড়ে 'গঙ্গা আরতি'!

Last Updated:

এবার উত্তরবঙ্গেও 'গঙ্গা আরতি'! সরাসরি গঙ্গা নদী না থাকলেও বারাণসীর পুরোহিত এনে তোর্সার পাড়ে আয়োজিত হল এই আরতি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: বারাণসীর গঙ্গা আরতি এবার উত্তরবঙ্গেও! সম্প্রতি কলকাতায় গঙ্গা আরতি শুরু হয়েছে। উত্তরবঙ্গে মালদহের পর সরাসরি গঙ্গা নদী না থাকলেও নদীর ঘাটে আরতির সেই ছোঁয়া থেকে আর বঞ্চিত থাকতে হল না এলাকার মানুষকে। আলিপুরদুয়ারে তোর্সা নদীর পাড়ে হল সেই আরতি, যাকে 'গঙ্গা আরতি' নামেই ডাকা হচ্ছে।
advertisement

এই তোর্সা নদীর পাড়ে কখনও গঙ্গা আরতির দেখা মিলবে সত্যিই এর আগে কল্পনাও করতে পারেনি আলিপুরদুয়ারবাসী। তবে সেটাই এবার বাস্তব হল।

হাসিমারায় তোর্সা নদীর পাড়ে রবিবার গঙ্গা আরতির খবর শুনে দুপুর থেকেই ভিড় করতে শুরু করেন এলাকাবাসী। নদীর পারে যারা আগে থেকে এসে দাঁড়িয়ে পড়েছিলেন তাঁরা সেই সন্ধেতে আরতি শেষ না হওয়া পর্যন্ত জায়গা ছেড়ে যাননি। আর বাকিরা হাসিমারার তোর্সা সেতু থেকেই আরতি দর্শন করেন।

advertisement

আরও পড়ুন: স্কুলে কিচেন গার্ডেন তৈরি করে মিড-ডে মিলের সবজি ফলাচ্ছে ছাত্রছাত্রীরা

এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই আরতি আয়োজিত হয়। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় হাসিমারা তোর্সা কালীমন্দির কমিটি। বারাণসী থেকে আসা অভিজ্ঞ পুরোহিতরা এই আরতি করেন। ঘড়িতে বিকেল পাঁচটা বাজতেই সম্মিলিত শঙ্খনাদে মুখরিত হয়ে ওঠে কোথায় এলাকা। চারদিক থেকে জয়জয়কারের ধ্বনি শোনা যায়। এরপর একে একে ধূপ, প্রদীপ দেখিয়ে গঙ্গা আরতি চলতে থাকে। তোর্সা পাড়ের এই গঙ্গা আরতি অনেকেই মোবাইল ক্যামেরায় বন্দী করে রাখেন। এই আরতি দেখে আপ্লুত এলাকার মানুষ।

advertisement

সব ঋতুতেই তোর্সা নদীতে জলের পরিমাণ প্রচুর থাকে। তাই ঘাটে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন ছিল পুলিশ। আয়োজকদের তরফে বলা হয়, আলিপুরদুয়ার প্রান্তিক জেলা। অধিকাংশ মানুষই দরিদ্র শ্রমিক পরিবারের। তাঁরা বারাণসী যাওয়ার সুযোগ পান না। তাই তাঁদের কাছে একটুকরো বারাণসীর গঙ্গা আরতির স্বাদ এনে দেওয়ার চেষ্টা করা হল। তবে এত যে ভিড় হবে তা আশা করেননি আয়োজকরা। যদিও প্রশাসন তৎপর থেকে কোন‌ও বিপদ ঘটেনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বানাবার ঝক্কি শেষ, নাড়ু এবার মিলছে বাজারেই! ১০ পিস নারকেল নাড়ুর দাম কত জানেন?
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বারাণসীর পুরোহিত এনে তোর্সা পাড়ে 'গঙ্গা আরতি'!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল