TRENDING:

Saraswati Puja: ওদের জীবনে হাতেখড়ি নেই, উৎসব ভুলে চা-ফুল তুললে তবেই মেটে পেটের খিদে!

Last Updated:

সরস্বতী পুজো, প্রজাতন্ত্র দিবসের উৎসব থেকে বহু দূরে ওরা। দু'বেলা ভাল করে ভাত বা রুটিই জোটে না। খিদে মেটাতে ভরসা চা ফুল ভাজা! আর তাই বৃহস্পতিবার সকালে সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়ার বদলে চা ফুল তুলতে ছুটেছে শ্রমিক পরিবারের ছোট ছোট ছেলেমেয়েরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: সরস্বতী পুজো উপলক্ষে চারদিকে উৎসবের আমেজ। বৃহস্পতিবার সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে, বাড়িতে বাড়িতে কাঁসর-ঘণ্টার বাজছে। কিন্তু এই উৎসব, পড়াশোনার দেবীর আরাধনা, দেশের প্রজাতন্ত্র দিবস পালন থেকে ওরা তখন শত হস্ত দূরে। কাছে থেকেও যেন আলোকবর্ষ দূরে দাঁড়িয়ে আছে এই কচিকাঁচারা। পেটের দায়ে বৃহস্পতিবার সাত সকালে বাগানে গিয়ে হাজির হয় ওরা। কারণ রোজের মত আজও যে চা ফুলের কুঁড়ি বেছে তুলতে হবে ওদের!
advertisement

চারিদিকে উৎসবের আমেজের মধ্যেই আলিপুরদুয়ারের কোহিনুর চা বাগানের এই দৃশ্য মনটা ভারাক্রান্ত করে দেয়। সেখানকার ছোট ছোট শিশুদের পুজোর আনন্দ বা দেশের প্রজাতন্ত্র দিবসের উৎসবে মেতে ওঠার সুযোগ নেই।

সকাল হলে ব‍্যাগ পিঠে নিয়ে স্কুলে যাওয়ার পরিবর্তে ঝুড়ি হাতে চা বাগানে ছোটে এই চা-শ্রমিক পরিবারের সন্তানরা। অল্প বয়সেই তারা বুঝে গিয়েছে চা ফুল সংগ্রহ না করলে পেটের ভাত জুটবে না। তাই পরিবারের খাবার জোগাড়ের দায়িত্ব নিয়েছে এই ছোট কাঁধগুলি। এক সপ্তাহের জন্য প্রচুর পরিমাণে চা ফুল তারা সকাল থেকে সংগ্রহ করে নেয়। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে চা ফুল সংগ্রহের কাজ।

advertisement

আরও পড়ুন: আড়াই বছরের মেয়ে আওড়াচ্ছে রবীন্দ্রনাথ-নজরুল, ঠোঁটস্থ ৩৫১ কবিতা!

View More

শ্রমিক পরিবারের সন্তানদের সঙ্গে কথা বললে জানা গেল, এই চা ফুল কড়াইতে অল্প তেল দিয়ে ভেজে রুটি বা ভাত দিয়ে খেয়ে নেয়। এটাই ওদের খিদে মেটানোর পথ।

আসলে চা-বাগান বন্ধ। ফলে বাবা-মায়ের রোজগারের রাস্তাও বন্ধ। সেখানে পড়াশুনোর ভাবনা তো অনেক দূর! কোনরকমে যাইহোক দুটো খেয়ে তারা বাঁচতে পারছে এটাই যেন ওই ছোট ছোট শিশুদের কাছে অনেক। আর তাই চা ফুল ভাজা খেয়েই পেট ভরায় ওরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Saraswati Puja: ওদের জীবনে হাতেখড়ি নেই, উৎসব ভুলে চা-ফুল তুললে তবেই মেটে পেটের খিদে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল