এই ঘটনাটি আলিপুরদুয়ারের কোদালবস্তি এলাকার জঙ্গলে ঘটে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কোদালবস্তির জঙ্গলে রাখা কুনকি হাতিরা অস্বাভাবিক আচরণ করছিল। তাদের তারস্বরে চেঁচাতে শুনে ছুটে যান ওই বনকর্মী। সেই সময় ওই এলাকতেই টহল দিচ্ছিলেন তিনি। কেন হাতিগুলো ডাকছে বুঝতে না পেরে তাদের সামনে যান। ঠিক তখনই এক কুনকি হাতি তাঁকে ধাক্কা মারে। পড়ে যান মোতিলাল ওঁরাও। তাঁর চিৎকারে টহলরত বাকি বনকর্মীরা ছুটে আসেন। বড় কোনও বিপদ ঘটার আগে তাঁরা ওই বনকর্মীকে উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যান।
advertisement
আরও পড়ুন: মৎস্য মারিলেও খাওয়ার সুখ থেকে বঞ্চিত থেকে গেলেন গোপাল! জলাশয়ে ভেসে উঠল দেহ
হাতে আঘাত লাগলেও হাতির ধাক্কায় ওই বনকর্মী গুরুতর জখম হননি। তাই প্রাথমিক চিকিৎসার পর লতাবাড়ি হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এদিকে কুনকির হাতিদের হঠাৎ করে অশান্ত হয়ে ওঠা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কি তাদের পর্যাপ্ত খাবার দেওয়া হয়নি? নাকি কুনকিরও স্বভাব হিংস্র হয়ে উঠছে? যদিও এই দুর্ঘটনা নিয়ে মুখ খোলেননি বন আধিকারিকরা। তবে মঙ্গলবার রাতের পর থেকে বাকি বনকর্মীরা আতঙ্কে ভুগতে শুরু করেছেন।
অনন্যা দে