West Bardhaman News: মৎস্য মারিলেও খাওয়ার সুখ থেকে বঞ্চিত থেকে গেলেন গোপাল! জলাশয়ে ভেসে উঠল দেহ

Last Updated:

প্রায় প্রতিদিনই মাছ ধরতে বেরোতেন গোপালবাবু। এটাই ছিল তাঁর নেশা। মঙ্গলবারও তিনি মাছ ধরতে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। কিন্তু কোনভাবে জলে পড়ে যাওয়াতেই তাঁর মৃত্যু হয়

+
title=

পশ্চিম বর্ধমান: বহুল প্রচলিত বাংলা প্রবাদ, মৎস্য মারিব খাইব সুখে। কিন্তু সেই সুখ বোধহয় লেখা ছিল না গোপাল হালদারের কপালে। মাছ ধরলেও তা খাওয়ার সুখ লাভ করতে পারলেন না। মাছ ধরতে গিয়ে সলিল সমাধি হল বছর ৫৬-র গোপাল হালদারের। জলাশয়ে ভেসে উঠল তাঁর দেহ। পড়ে রইল মাছ!
এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল পশ্চিম বর্ধমানের পানাগড়। সেখানকার লালবাবা আশ্রম সংলগ্ন জলাশয় থেকে উদ্ধার হয় গোপাল হালদারের দেহ। মৃতের ভাই জানান, দাদা মাছ ধরার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় কেটে যাওয়ার পরও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যদের চিন্তা হয়। এরপর রাতের দিকে তাঁরা খবর পান লালবাবা আশ্রম সংলগ্ন দামোদরের চড়ে এক ব্যক্তির দেহ ভাসছে। সঙ্গে সঙ্গে তাঁরা ছুটে যান। দেখেন সেটি গোপাল হালদারের দেহ। তাকে দ্রুত জল থেকে তুলে পানাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা গোপাল হালদারকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় প্রতিদিনই মাছ ধরতে বেরোতেন গোপালবাবু। এটাই ছিল তাঁর নেশা। মঙ্গলবারও তিনি মাছ ধরতে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। কিন্তু কোনভাবে জলে পড়ে যাওয়াতেই তাঁর মৃত্যু হয় বলে মনে করছেন পরিজনরা।
advertisement
এদিকে পরিবারের থেকে খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ এসে ওই মৎস্যপ্রেমীর দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। কী করে গোপাল হালদারের মৃত্যু হল তা তদন্ত করে দেখছে পুলিশ।
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: মৎস্য মারিলেও খাওয়ার সুখ থেকে বঞ্চিত থেকে গেলেন গোপাল! জলাশয়ে ভেসে উঠল দেহ
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement