ক্ষতিগ্রস্ত বাসিন্দা মাহিদুল হক জানান, \"পুরো ঘরটা জলে ভেসে যেতে দেখলাম। সম্বল বলে আর কিছু নেই। এখন এক আত্মীয়ের বাড়ি উঠতে হবে। নিজের বলে তো আর কিছু নেই।\" বর্তমানে ক্ষতিগ্রস্ত পাঁচ বাড়ির বাসিন্দাদের টিকানা প্রতিবেশির ঘর। কিন্তু এভাবে আর কতদিন? প্রশ্ন ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের।
আরও পড়ুনঃ শৌচকর্মে বিপদ! তোর্ষার জলে তলিয়ে গেল এক ব্যক্তি
advertisement
অন্যদিকে রফিকুল ইসলাম নামের অপর এক স্থানীয় ক্ষোভ উগড়ে দিলেন প্রশাসনের বিরুদ্ধে। তিনি জানান,\"তিন বছর ধরে আমরা এই সমস্যায় ভুগছি। প্রশাসন আসে,প্রটেকশন ওয়ালের জন্য মাপজোঁক করে।কিন্তু আর তৈরি হয় না ওয়াল।\" এলাকাবাসীদের একটাই কথা,এভাবে আর কতদিন চলবে।এই সমস্যার কি কোনও সমাধান নেই?
আরও পড়ুনঃ জয়গাঁর দলসিংপাড়া চা বাগানের ঝোড়ার জলে ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক
এরপর এলাকায় প্রশাসনের তরফে এলাকায় মাপজোঁক করতে এলে পথ অবরোধ হবে বলে হুঁশিয়ারি এলাকাবাসীদের। ক্ষয়ক্ষতির হিসাব জানতে গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করেছেন কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ। প্রটেকশন ওয়াল কেন এতদিনেও তৈরি হয়নি তা জানতে চেয়েছেন বিডিও।
Ananya Dey