অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কালচিনির রাজাভাতখাওয়া চা বাগানে। বৃহস্পতিবার ভোররাতে রাজেন মাহালি নামে ওই চা শ্রমিকের ঘরে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে ঘরে থাকা যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। রাজেন মাহালি জানান, তিনি সপরিবারে ঘুমোচ্ছিলেন। আচমকা গরম লাগায় জেগে যান। দেখতে পান ঘরে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে সন্তান সহ পরিবারের অন্যান্য সদস্যদের ঘুম থেকে তুলে কোনরকমে ঘর থেকে বেরিয়ে আসেন। এরপর স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় হ্যামিল্টনগঞ্জ দমকল কেন্দ্রে। দমকলকর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
advertisement
আরও পড়ুন: কলেজ থেকে ফিরে পুকুরে স্নান করতে গিয়ে আর ঘরে ফিরল না ছেলে!
আগুনের গ্রাসে সবকিছু হারিয়ে সর্বসান্ত হয়ে পড়েছেন রাজেন মাহালি। তিনি বলেন, যে কাপড়ে ঘর থেকে বেরিয়ে এসেছিলাম সেটা ছাড়া আর কিছুই নেই। সবকিছু পুড়ে শেষ হয়ে গেছি আমরা।
অনন্যা দে