আরও পড়ুন: ‘যা ছুঁড়লেন ঠিক যেন মিসাইল’ মরশুমের সেরা থ্রো করে ফাইনালে নীরজ
কালচিনি গোদামডাবরি এলাকার বাসিন্দা ভানু শর্মা।তাঁর তিন বিঘা জমিতে রয়েছে হাজারটি সুপারি গাছ। এই গাছ বাঁচাতেই তিনি প্রথম এলাকায় লেবু চাষের উদ্যোগ নেন। যদিও আগে সুপারি গাছের সংখ্যা ছিল দেড় হাজার। লাগাতার দাঁতাল হাতির আক্রমণে পাঁচশোটি সুপারি গাছ আর নেই। এরপরই সুপারি গাছের মাঝে লেবু গাছ লাগান ভানু শর্মা। কারণ কাঁটাওলা লেবু গাছ থেকে দূরে থাকে হাতিরা। এই লেবু গাছ চাষ বুনো হাতিদের মোক্ষম জবাব হয়ে উঠেছে।
advertisement
ভানু শর্মার এই পদক্ষেপ দেখে এগিয়ে আসেন এলাকার অন্যান্য কৃষকেরা। কেউ এক বিঘা আবার কেউ চার বিঘা জমিতে সুপারি গাছের মাঝে লাগিয়েছেন লেবু গাছ। বিশেষ করে এই লেবু গাছ তারা লাগিয়েছেন সুপারি বাগানে প্রবেশের মুখে। যাতে ঢুকতে গিয়েই বাধা পায় হাতিরা। এই লেবু গাছ বছরে ভাল ফলন দিচ্ছে বলে জানান ভানু শর্মা।
তিনি জানান, এক বছর হল গাছ লাগিয়েছি। দু’বার ফলন হয়েছে। একটি গাছে ১৫ থেকে ২০ টি করে লেবু হচ্ছে। ঘরের জন্য লেবু রেখে বাকি বাজারে বিক্রি করতে পারছি। সুপারির পাশাপাশি এই চাষ একটি আয়ের দিশা দেখাচ্ছে।
অনন্যা দে