TRENDING:

Alipurduar News: কাঁটা গাছেই জব্দ হাতি, সুপারি বাগান বাঁচাচ্ছে লেবু গাছ

Last Updated:

হাতির হাত থেকে সুপারি বাগান বাঁচাতে লেবু গাছ ভরসা আলিপুরদুয়ারের কৃষকদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: তিন বিঘা জমিজুড়ে শুধুই সুপারি বাগান। প্রান্তিক এলাকার মানুষের আয়ের উৎস এই সুপারি গাছগুলি। কিন্তু হাতির অত‍্যাচার বেড়েই চলেছে আলিপুরদুয়ারের জঙ্গল লাগোয়া গ্রামগুলোতে। এই অবস্থায় লেবু গাছ সহায় হয়ে উঠছে ভানু শর্মাদের। তাই লেবু চাষ শুরু হয়েছে গ্রামগুলোয়।
advertisement

আরও পড়ুন: ‘যা ছুঁড়লেন ঠিক যেন মিসাইল’ মরশুমের সেরা থ্রো করে ফাইনালে নীরজ

কালচিনি গোদামডাবরি এলাকার বাসিন্দা ভানু শর্মা।তাঁর তিন বিঘা জমিতে রয়েছে হাজারটি সুপারি গাছ। এই গাছ বাঁচাতেই তিনি প্রথম এলাকায় লেবু চাষের উদ্যোগ নেন। যদিও আগে সুপারি গাছের সংখ‍্যা ছিল দেড় হাজার। লাগাতার দাঁতাল হাতির আক্রমণে পাঁচশোটি সুপারি গাছ আর নেই। এরপরই সুপারি গাছের মাঝে লেবু গাছ লাগান ভানু শর্মা। কারণ কাঁটাওলা লেবু গাছ থেকে দূরে থাকে হাতিরা। এই লেবু গাছ চাষ বুনো হাতিদের মোক্ষম জবাব হয়ে উঠেছে।

advertisement

ভানু শর্মার এই পদক্ষেপ দেখে এগিয়ে আসেন এলাকার অন‍্যান‍্য কৃষকেরা। কেউ এক বিঘা আবার কেউ চার বিঘা জমিতে সুপারি গাছের মাঝে লাগিয়েছেন লেবু গাছ। বিশেষ করে এই লেবু গাছ তারা লাগিয়েছেন সুপারি বাগানে প্রবেশের মুখে। যাতে ঢুকতে গিয়েই বাধা পায় হাতিরা। এই লেবু গাছ বছরে ভাল ফলন দিচ্ছে বলে জানান ভানু শর্মা।

advertisement

তিনি জানান, এক বছর হল গাছ লাগিয়েছি। দু’বার ফলন হয়েছে। একটি গাছে ১৫ থেকে ২০ টি করে লেবু হচ্ছে। ঘরের জন‍্য লেবু রেখে বাকি বাজারে বিক্রি করতে পারছি। সুপারির পাশাপাশি এই চাষ একটি আয়ের দিশা দেখাচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: কাঁটা গাছেই জব্দ হাতি, সুপারি বাগান বাঁচাচ্ছে লেবু গাছ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল