আরও পড়ুন: এই পক্ষী নিবাসে এসেই ডিম পাড়ে সুদূর সাইবেরিয়ার সারসরা
ফালাকাটার দেওগাঁও এলাকায় নেই কোনও সেচনালা। এই সেচনালা না থাকায় ফালাকাটা ব্লকের দেওগাঁও এলাকার কৃষকরা সমস্যায় রয়েছেন। পূর্ব দেওগাঁয়ে বামনিয়া নদীর উপর সেচ বাঁধ ২০০৯ সালে ভেঙে যায়। এরপর তা আর তৈরি হয়নি। ফলে দীর্ঘ ১৪ বছর ধরে সেচের জল থেকে বঞ্চিত পূর্ব ও মধ্য দেওগাঁয়ের বহু কৃষক। বর্ষাকালে কৃষিকাজে একমাত্র ভরসা বৃষ্টির জল। বৃষ্টির না হলে ধান চাষ করতে চরম সমস্যায় পড়তে হয় এলাকার কৃষকদের।
advertisement
জানা গিয়েছে, বাম আমলে নদীতে বাঁধ দিয়ে সেচ নালার মাধ্যমে জল পাঠানোর ব্যবস্থা করা হলেও নিম্নমানের কাজ হওয়ায় সেটি ভেঙে যায়। এরপর সেচবাঁধ নির্মাণে আর কেউই এগিয়ে আসেনি। সেচবাঁধ না থাকায় অকেজো হয়ে রয়েছে সেচ নালা।বর্তমানে সেচ নালা বুজে গিয়ে কৃষি জমিতে পরিণত হয়েছে। সংস্কারের অভাবে ঝোপঝাড়ে ঢেকে গিয়েছে।ফলে বৃষ্টির জলের অভাবে উপায় না পেয়ে অতিরিক্ত টাকা খরচ করে ডিজেল চালিত প্যাম্পসেট দিয়ে জমিতে জলের ব্যবস্থা করতে হচ্ছে কৃষকদের। কিন্তু গরিব কৃষকরা সেটুকুও করতে পারছেন না। তাদের একটাই প্রশ্ন, আর কবে সেচ বাঁধ তৈরি হবে।
অনন্যা দে