সোমবার রাত থেকে আলিপুরদুয়ারের নদীর চরের বাড়িগুলিতে কোমর সমান জল দেখা গিয়েছিল। এই জল বুধবারও নামেনি। আলিপুরদুয়ারে রাতভর বৃষ্টি এবং ভুটান পাহাড়েও লাগাতার বৃষ্টি হয়েই চলছে। কালজানি নদীর জল বেড়ে যাওয়ায় আলিপুরদুয়ার পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের দেড় হাজার বাসিন্দা বিপাকে। কোথাও হাঁটু জল। কোথাও কোমর জল।
আরও পড়ুনঃ ব্ল্যাক ম্যাজিক! পর পর 'মহিলা বলি'! রান্না করে মাংস খাওয়ার নিদান! নৃশংসতায় ফুঁসছে দেশ
advertisement
আলিপুরদুয়ারে গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ১৬৫.২০ মিমি এবং হাসিমারাতে ৩৩ মিমি। আলিপুরদুয়ার পুর এলাকায় কয়েকটি ওয়ার্ডে রাতের বৃষ্টিতে জলমগ্ন হয়েছে। শহরে জল প্রবেশ করায় পুরসভার তরফে পাম্প মেশিন চালিয়ে জল নদীতে ফেলার ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুনঃ ১০ বছরের বেশি সময় ধরে চলেছে 'টাকা খাওয়া', মানিকের কাছেই সব রহস্য, দাবি ইডির
বর্ষায় বিদায়লগ্নে এমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হওয়ায় আতঙ্কিত আলিপুরদুয়ারবাসীরা। বুধবারেও আকাশে কালো মেঘের ঘনঘটা দেখে চিন্তিত তারা। দুঃশ্চিন্তা তাড়া করে বেরচ্ছে তাদের। সকলের মুখে একটাই প্রশ্ন ডিমা,কালজানির জল বেড়ে চর এলাকা ভাসিয়ে নিয়ে যাবে না তো! প্লাবিত এলাকাগুলিতে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। অনেক বাসিন্দা জল টপকে বাঁধের অন্যপ্রান্ত থেকে জল নিয়ে যাচ্ছে।
আলিপুরদুয়ার পুরসভার তরফে সব পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে জানা যায়। বিপর্যয় মোকাবেলা দলকে প্রস্তুত রাখা হয়েছে। আগামী শনিবার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা যায়। কোনও এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হলে সেখানে পৌঁছে যাবে প্রশাসন।জেলাশাসক দফতর থেকে পুরসভা নয় পঞ্চায়েত এলাকাগুলিতেও সজাগ দৃষ্টি রাখা হয়েছে। প্রয়োজনে শিবির করে এলাকাবাসীদের সুরক্ষিত রাখার চিন্তাভাবনা শুরু হয়েছে।
Annanya Dey