আরও পড়ুন: নদী বাঁধকে বাঁচাতে তাল বীজ রোপণ
বিচ চা বাগান বরাবরই অবৈধ মদের ঘাঁটি হিসেবে পরিচিত। এই বাগান থেকেই বিভিন্ন এলাকায় অবৈধ মদ পাচার হয়। এলাকার বাসিন্দা পান্ডু প্রধান ও তাঁর সঙ্গীরা এই অবৈধ মদের ব্যবসা চালায় বলে অভিযোগ। আবগারি দফতরের কর্মীরা খবর পেয়ে এই এলাকায় অভিযান চালায়। তবে অতীত অভিজ্ঞতা থেকে তাঁরা অনুমান করেন অভিযানের ফলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। তাই জয়গাঁ, কালচিনি, বীরপাড়ার আবগারি থানার কর্মী ও আধিকারিকরা একসঙ্গে মিলিত হয়ে অভিযান চালান। বৃহস্পতিবার রাতেই বিচ বাগানে অভিযান চালানো হয়। সেখান থেকে ১৮ কার্টন অবৈধ মদ উদ্ধার হয়।
advertisement
এদিকে আবগারি দফতর অভিযান চালিয়েছে খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা দেখা যায়। অভিযুক্ত পান্ডু প্রধান ও তার সঙ্গীরা আবগারি দফতরের কর্মীদের লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। এরফলে আবগারি দফতরের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সিল হয়ে যাওয়া মদ রক্ষা করতে গিয়ে আহত হন এক আবগারি দফতরের কর্মী। তাঁর নাম অরূপ কুমার দাস। তাঁকে মাদারিহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জয়গাঁর আবগারি আধিকারিক সন্দীপ দে জানান, ‘এলাকাটি স্পর্শকাতর জায়গা।জেনেবুঝেই বেশি সংখ্যক কর্মী নেওয়া হয়েছিল।একজনকে আহত হতে দেখে আমরা ভয় পেয়েছিলাম। গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে।বাকি তিনজনের খোঁজ চলছে।’
অনন্যা দে