South 24 Parganas News: নদী বাঁধকে বাঁচাতে তাল বীজ রোপণ

Last Updated:

নদী বাঁধ বাঁচাতে এবার ভরসা তালগাছ। আর তাই নামখানায় বাঁধের উপর রোপণ করা হল তাল বীজ

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: নদী বাঁধের ভাঙন ঠেকাতে নামখানায় তালবীজ রোপণ মহিলাদের। তালগাছের শিকড় মাটির অনেক গভীর পর্যন্ত বিস্তার লাভ করে‌। ফলে শক্ত করে মাটি ধরে রাখতে পারে তালগাছ। যা নদী ভাঙন ঠেকাতে খুবই কাজে লাগে।
দেখা গিয়েছে নদী বাঁধের উপর কোনও বড় গাছ থাকলে ভূমিক্ষয় কম হয়। সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে সুন্দরবনের মহিলারা। সাম্প্রতিক সময়ে নদীবাঁধ কংক্রিটের তৈরি করার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে‌। কিন্তু কোনও কাজ হচ্ছে না। বাধ্য হয়ে নামখানায় নদী বাঁধের ভাঙন রুখতে মরিয়া হল স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। নদী বাঁধ রক্ষা করতে নামখানার বিভিন্ন নদী বাঁধে প্রায় দু’হাজার তাল বীজ রোপণ করেছেন তাঁরা।
advertisement
advertisement
প্রতিবছর নামখানার বিভিন্ন নদী বাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। নামখানার পাতিবুনিয়া, বুধাখালি, দ্বরিকনগর সহ বিভিন্ন জায়গায় কংক্রিটের স্থায়ী নদীবাঁধ নির্মাণ হয়েছে। তবে এখনও নামখানার দ্বারিকনগর, মদনগঞ্জ, দেবনগর, ফ্রেজারগঞ্জ সহ বিভিন্ন জায়গায় নদীবাঁধের বেহাল দশা। এই সমস্ত জায়গায় প্রতি বছর বর্ষায় নদী বাঁধের আপৎকালীন মেরামতির কাজ হলেও হয়নি স্থায়ী নদী বাঁধ। তাই নামখানার দ্বারিকনগর, দেবনগর ও মদনগঞ্জ সহ বিভিন্ন জায়গায় নদী বাঁধের ভাঙন ঠেকাতে তাল বীজ রোপণ করা হয়েছে। এই কাজে অংশ নিয়েছিল প্রায় পাঁচ শতাধিক মহিলা। তালবীজ রোপন করার পর নদী বাঁধকে আরও মজবুত করতে কংক্রিটের বাঁধ তৈরির দাবি জানিয়েছে তাঁরা। এজন্য প্রশাসন তাঁদের সহযোগিতা করলে কাজ আরও সুন্দর হয়ে উঠবে বলে মনে করছেন মহিলারা।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: নদী বাঁধকে বাঁচাতে তাল বীজ রোপণ
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement