Birbhum News: মৃত বাবার স্বপ্ন পূরণ করল ছেলে

Last Updated:

স্বপ্ন পূরণ হওয়ার আগেই প্রয়াত হয়েছিলেন বাবা। তাঁর শেষ ইচ্ছে দায়িত্ব সহকারে পূরণ করলেন ছেলে

বীরভূম: ‘ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার / আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম’ নচিকেতার গানটি অত্যন্ত জনপ্রিয়। মা-বাবার বয়স হলে তাঁদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার প্রবণতা ক্রমশই মহামারীর আকার নিচ্ছে। তবে সব ছেলে যে এক নয় তা প্রমাণ করলেন তারাপীঠ মন্দিরের সেবায়েত সিদ্ধার্থ রায়। যথাযোগ্য মর্যাদায় পূর্ণ করলেন বাবার শেষ ইচ্ছা।
সিদ্ধার্থ রায়ের বাবা মিহির রায় এক বছর আগে প্রয়াত হন। তিনি কর্ম জীবনের সমস্ত অর্থ দিয়ে তিলে তিলে গড়ে তুলছিলেন একটি আশ্রম। এই আশ্রমের মাধ্যমে গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন মিহিরবাবু। কিন্তু আশ্রম তৈরির প্রক্রিয়া শেষ হওয়ার আগেই তিনি মারা যান। তাঁর শেষ ইচ্ছে ছিল, ছেলে যেন অসম্পূর্ণ আশ্রমটি সম্পূর্ণ করে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। জন্মাষ্টমীর পুণ্য তিথিতে বাবার সেই শেষ ইচ্ছে পূরণ করলেন ছেলে সিদ্ধার্থ।
advertisement
advertisement
তারাপীঠ মন্দির থেকে কিছুটা দূরে অবস্থিত জয়সিংহপুর মাঠে ‘মানব কল্যাণ গীতা আশ্রম’-এর শুভ উদ্বোধন হল বৃহস্পতিবার। সেখানে প্রয়াত মিহির রায়ের মূর্তি স্থাপন করা হয়েছে। সেই মূর্তিতে মাল্যদান করেন পরিবারের সকলে। সিদ্ধার্থ রায় জানান, আগামী দিনে এই আশ্রমের মধ্য দিয়ে গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন তিনি। বাবার প্রতি ছেলের এই শ্রদ্ধা এবং ভালবাসাকে কুর্নিশ জানিয়েছে তারাপীঠের মানুষজন।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: মৃত বাবার স্বপ্ন পূরণ করল ছেলে
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement