TRENDING:

Alipurduar News: সৌর বিদ্যুতের ফেন্সিং লাগিয়েও হাতির তাণ্ডব ঠেকানো যাচ্ছে না

Last Updated:

সৌর বিদ্যুৎ চালিত ফেন্সিং দিয়ে গোটা গ্রাম ঘিরে ফেলা সত্ত্বেও আলিপুরদুয়ারে হাতির হানা বন্ধ হয়নি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: বুনো হাতির উপদ্রব থেকে গ্ৰামের মানুষকে রক্ষা করতে জঙ্গল সংলগ্ন এলাকা সৌর বিদ্যুৎ চালিত ফেন্সিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। কিন্তু তাতেও গ্রামে হাতির তাণ্ডব থামছে না। প্রায় প্রতিদিনই বুনো হাতির উপদ্রব লেগে আছে কালচিনির দক্ষিণ লতাবাড়ি এলাকায়। রীতিমতো আতঙ্কে ভুগছেন গ্রামবাসীরা।
advertisement

আরও পড়ুন: ব্যাপক বেড়েছে মাটির দাম, পুজোয় প্রদীপ-ধুনুচির চাহিদা কমার আশঙ্কা

বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া গ্রাম এই দক্ষিণ লতাবাড়ি। এখানে গ্ৰামে বুনো হাতির হানা রোজের ঘটনায় পরিণত হয়। বক্সার জঙ্গল থেকে বেরিয়ে এসে এই গ্রামে ঢুকে তাণ্ডব চালায় হাতির দল। গ্রামবাসীদের চাষ করা ফসল, ঘরবাড়ি ক্ষতি করছে বুনো হাতির এই উপদ্রব থেকে রেহাই পেতে গত বছরের নভেম্বর মাসে প্রায় দশ লক্ষ টাকা ব‍্যয়ে এই গ্রামে যৌথ বন সুরক্ষা কমিটির পক্ষ থেকে সৌর বিদ্যুৎ চালিত ফেন্সিং লাগানো হয়। প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার জঙ্গল লাগোয়া এলাকা সোলার ফেন্সিং দিয়ে ঘিরে দেওয়া হয়।

advertisement

View More

সৌর বিদ্যুৎ চালিত ফেন্সিং লাগানোর উদ্দেশ্য ছিল গ্রামে বুনো হাতির প্রবেশ ঠেকানো। গ্রামবাসীরা জানিয়েছেন, সোলার ফেন্সিং লাগানোর পর আগের থেকে হাতির উৎপাত সামান্য কমেছে কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি। ফলে এখনও ফসলের ক্ষতি ও ঘরবাড়ি নষ্ট হয়ে যাওয়া অব্যাহত এই গ্রামে। এই প্রসঙ্গে দক্ষিণ লতাবাড়ি যৌথ বন সুরক্ষা কমিটির পক্ষ থেকে প্রশান্ত বর্মণ জানান,বুনো হাতির উপদ্রব কিছুতেই পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। ফেন্সিং-এ কতটা ভোল্টেজ দেওয়া যাবে সেটা বনদফতর ও প্রাণী সম্পদ দফতর নির্ধারণ করে দিয়েছে। সেই পরিমাণ ভোল্টেজ‌ই দেওয়া আছে। তিনি আরও জানান, ইদানিংকালে বাইরে থেকে প্রচুর হাতির দল এই এলাকর জঙ্গলে এসেছে। এই অবস্থায় কীভাবে হাতির তাণ্ডব থেকে রক্ষা পাওয়া যাবে তা জানতে বন দফতরের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গ্রামবাসীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: সৌর বিদ্যুতের ফেন্সিং লাগিয়েও হাতির তাণ্ডব ঠেকানো যাচ্ছে না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল