TRENDING:

Alipurduar News: চা বলয়ের শিশু-কিশোরদের সুরক্ষা নিয়ে কালচিনিতে আলোচনা সভা

Last Updated:

চা বলয়ের শিশুদের বিভিন্ন সুবিধা প্রদানের বিষয়ে এক আলোচনা সভা আয়োজিত হল কালচিনির ভাটপাড়া এলাকায়। চা বলয়ের শিশু, কিশোরদের নিয়ে সবসময় ভাবছেন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে রাজ্য সরকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : চা বলয়ের শিশুদের বিভিন্ন সুবিধা প্রদানের বিষয়ে এক আলোচনা সভা আয়োজিত হল কালচিনির ভাটপাড়া এলাকায়। চা বলয়ের শিশু, কিশোরদের নিয়ে সবসময় ভাবছেন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে রাজ্য সরকার। কালচিনি ব্লকের ভাটপাড়া চা বাগানে বুধবার আলিপুরদুয়ার চাইল্ড লাইনের উদ্যোগে শিশু সুরক্ষা প্রদানের জন্য বিশেষ সচেতনতা শিবির আয়োজিত হল। এদিনের এই শিবিরে এলাকার একাধিক অভিভাবকরা ছাড়াও কালচিনি পুলিশ আধিকারিক, স্থানীয় জন প্রতিনিধি ও আলিপুরদুয়ার চাইল্ড লাইনের সদস্যরা উপস্থিত ছিলেন।
advertisement

এই শিবিরে কীভাবে বাল্য বিবাহ, শিশু শ্রম রোধ করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। জানানো হয়ছে সকল গ্রাম পঞ্চায়েত স্তরে আগামীতে এরূপ সচেতনতা শিবির চলবে। বাল্য বিবাহ ও শিশুশ্রম চা বলয়ের অন্যতম সমস্যা। অনেক ক্ষেত্রে প্রশাসনের হস্তক্ষেপে তা রোখা গেলেও কিছুক্ষেত্রে তা নজরের বাইরে চলে যায় প্রশাসনের। কারণ কালচিনি ব্লকের প্রত্যন্ত এলাকা রয়েছে প্রচুর। প্রত্যন্ত বনবস্তি, পাহাড়ি এলাকায় যাতায়াত ব্যবস্থার অভাবে মাঝপথে পড়াশুনো ছেড়ে দিতে হয় অনেক কিশোরকে।

advertisement

আরও পড়ুনঃ করোনা পরিস্থিতি কাটিয়ে রাভা মহিলাদের নৃত্যানুষ্ঠানের আয়োজন চিলাপাতায়

আবার পরিবার চালানোর তাগিদে পড়াশুনো বন্ধ হয়ে যায় কিশোর, কিশোরীদের। অনেক ক্ষেত্রে দেখা যায় শিশুরা প্রাথমিক স্কুলের মুখ দেখে না। ছোট থেকে কাজ শুরু করে তারা। মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়। এরপর তাদের শরীর,স্বাস্থ্যের বিষয়ে ভাবা হয় না। মানসিক বিকাশের সময় অন্তরায় হয়ে দাঁড়ায় সংসারের বোঝা। এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে চাইল্ড লাইন। কালচিনির প্রতিটি গ্রাম পঞ্চায়েতে গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলা হবে। কাউন্সিলিং করা হবে প্রয়োজনে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: চা বলয়ের শিশু-কিশোরদের সুরক্ষা নিয়ে কালচিনিতে আলোচনা সভা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল