এই শিবিরে কীভাবে বাল্য বিবাহ, শিশু শ্রম রোধ করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। জানানো হয়ছে সকল গ্রাম পঞ্চায়েত স্তরে আগামীতে এরূপ সচেতনতা শিবির চলবে। বাল্য বিবাহ ও শিশুশ্রম চা বলয়ের অন্যতম সমস্যা। অনেক ক্ষেত্রে প্রশাসনের হস্তক্ষেপে তা রোখা গেলেও কিছুক্ষেত্রে তা নজরের বাইরে চলে যায় প্রশাসনের। কারণ কালচিনি ব্লকের প্রত্যন্ত এলাকা রয়েছে প্রচুর। প্রত্যন্ত বনবস্তি, পাহাড়ি এলাকায় যাতায়াত ব্যবস্থার অভাবে মাঝপথে পড়াশুনো ছেড়ে দিতে হয় অনেক কিশোরকে।
advertisement
আরও পড়ুনঃ করোনা পরিস্থিতি কাটিয়ে রাভা মহিলাদের নৃত্যানুষ্ঠানের আয়োজন চিলাপাতায়
আবার পরিবার চালানোর তাগিদে পড়াশুনো বন্ধ হয়ে যায় কিশোর, কিশোরীদের। অনেক ক্ষেত্রে দেখা যায় শিশুরা প্রাথমিক স্কুলের মুখ দেখে না। ছোট থেকে কাজ শুরু করে তারা। মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়। এরপর তাদের শরীর,স্বাস্থ্যের বিষয়ে ভাবা হয় না। মানসিক বিকাশের সময় অন্তরায় হয়ে দাঁড়ায় সংসারের বোঝা। এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে চাইল্ড লাইন। কালচিনির প্রতিটি গ্রাম পঞ্চায়েতে গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলা হবে। কাউন্সিলিং করা হবে প্রয়োজনে।
Annanya Dey