দীর্ঘ করোনা পরিস্থিতির পর এবার পুজোতে বায়না পাওয়ার আশায় রয়েছেন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর হাজরাপাড়া এলাকার এই ঢাকিরা। জানা গিয়েছে, এই এলাকায় রয়েছে প্রায় ৩০ থেকে ৪০টি ঢাকি পরিবার। তাঁদের উপার্জনের একমাত্র পথ বলতে পুজোর মরশুমে ঢাক বাজানো। কিন্তু বর্তমানে তাদের উপার্জনের রাস্তায় কাঁটা হয়ে দাঁড়িয়েছে ইউটিউবের ব্যাকগ্রাউন্ড মিউজিক। ক্লাব কর্তৃপক্ষরা ঢাকিদের বায়না কমিয়ে দিচ্ছেন।
advertisement
আরও পড়ুনঃ শামুকতলায় চোলাই মদ-সহ গ্রেফতার আট
তার চেয়ে বরং মাইকে ইউটিউবে ঢাকের বাজনা চালিয়ে দিচ্ছেন।এতেই সমস্যা বেড়েছে ঢাকিদের। প্রতিটি ক্লাব যদি এই উপায় বেছে নেয় তাহলে তাদের আর কোনও দরকার পড়বে না বলে জানাচ্ছেন ঢাকিরা। গত দুবছর করোনা মহামারীর জেরে অন্যান্য জায়গার মতো এই এলাকার ঢাকিদেরও রোজগার বন্ধ ছিল। এর ফলে ঢাকিদের অনেকেই তাঁদের পরিবারে দুবেলা দুমুঠো অন্ন জোগাতে ভীষণ সমস্যায় ভুগছেন।
আরও পড়ুনঃ পাকা সেতুর দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের, উঠল ভোট বয়কটের ডাক
অথচ বহু বছর ধরে জেলা তথা রাজ্যের সীমানা ছাড়িয়ে অসম সহ বিভিন্ন জায়গায় পুজোয় ঢাক বাজিয়ে ভালোভাবে সংসার চালিয়ে আসছেন এখানকার ঢাকিরা। এবার পুজো আসছে। ইতিমধ্যে ঢাক-ঢোল ইত্যাদি ঠিকঠাক করে ওই এলাকায় রীতিমতো মহড়া চালাচ্ছেন এই ঢাকিরা। কিন্তু মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরছে তাদের,ইউটিউবের জমানায় হারিয়ে যাবে না তো তাদের পেশা?
Annanya Dey