জানা গেছে, বুধবার সকাল নটা নাগাদ আচমকাই হরিণ শাবকটি ঢুকে পড়ে কুমারগ্রাম ব্লকের ভল্কা বারোবিশা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের, লস্করপাড়া গ্রামের বাসিন্দা নিরবালা দাসের বাড়িতে। প্রথমটায় তারা বুঝতে পারেননি এটি হরিণ শাবক। স্থানীয় বাসিন্দা শিশির দাস জানান, ভোরবেলা কুকুরদের ঘেউ ঘেউ শুনে তিনি এগিয়ে যান এবং হরিণ শাবকটিকে মৃত অবস্থায় দেখতে পেয়ে বন দফতরে খবর দেন। হরিণ শাবকটির শরীরে ক্ষত দেখে তার ধারনা কুকুরদের হামলাতেই হরিণ শাবকটি মারা গিয়েছে।এদিন, হরিণ শাবকটিকে মৃত অবস্থায় দেখতে পেয়ে গ্রামবাসীরা বন কর্মীদের খবর দিলে বন কর্মীরা এসে মৃত হরিণ শাবকটিকে ময়না তদন্তের জন্য নিয়ে যান। তাদের ধারনা, বৃহস্পতিবার রাতে গ্রামের কুকুরের হামলায় শাবকটির মৃত্যু হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
advertisement
Location :
First Published :
March 22, 2022 9:00 PM IST