গত ২০২১ সালে সমতল থেকে প্রায় তিন হাজার ফুট উচ্চতায় বক্সাদুয়ারে প্রথম স্বাস্থ্য পরিষেবা চালু হয়। স্বাস্থ্য দফতরের সহায়তায় তিন শয্যা বিশিষ্ট এই কমিউনিটি হেলথ ইউনিট পরিচালনের দায়িত্বে ছিলেন ফ্যামিলি প্লানিং এসোসিয়েশন নামে এক সংগঠন। সেখানে বক্সা পাহাড়ের ১৩ টি গ্রামের বাসিন্দাদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার পাশাপাশি, সপ্তাহে একদিন শনিবার করে বহিঃবিভাগে রোগীদের দেখতেও আসতেন এক চিকিৎসক। তবে বাসিন্দারা জানান, গত প্রায় পাঁচ মাসেরও বেশি সময় ধরে বন্ধ হয়ে রয়েছে সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা। বর্তমানে আগাছায় ভরে গিয়েছে সেই কমিউনিটি হেলথ ইউনিট চত্বর।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
গত ২০২৩ থেকে স্বাস্থ্য দফতর তরফে বক্সা পাহাড়ে স্বাস্থ্য পরিষেবা দেওয়া ফ্যামিলি প্লানিং এসোসিয়েশনকে কোনও টাকাই দেওয়া হয়নি। একপ্রকার বাধ্য হয়ে বন্ধ করতে হয়েছে হেলথ ইউনিট। এবিষয়ে বক্সা পাহাড়ের সদর বাজারের বাসিন্দা ইন্দ্র শংকর থাপা বলেন,”আমরাও চাইছি যাতে হেলথ ইউনিটটি পুনরায় চালু হয়। তবে স্বাভাবিক ভাবেই এতদিনের বকেয়া বেতন ছাড়া কেউ কাজ করতে চাইবে না।”এই বিষয়ে ব্লক স্ব্যাস্থ আধিকারিক শ্রীকান্ত মণ্ডল জানান,”স্বাস্থ্য ইউনিট বন্ধ আছে। ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে। খুব শীঘ্র সমস্যা সমাধান হয়ে যাবে আশা করছি।”
Annanya Dey