সর্বোচ্চ বেতন মাসিক সাত হাজার৷ এমন অর্থে ঠিকভাবে সংসার প্রতিপালনও করা যায় না৷ তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডিভিশন অফিসের সামনে ধর্নায় বসলেন প্রায় প্রায় ২০০ জন অস্থায়ী কর্মী৷ অস্থায়ী কর্মীরা জানান, 'পেটের তাগিদেই জঙ্গলের জীবিকা বেছে নিয়েছিলাম৷ সেই পেটের তাগিদেই এবার জঙ্গলের ডিউটি থেকে সরে এলাম৷ দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চলবে৷ ১৫-২০ বছর ধরে কাজ করে আসছি৷ আজও স্থায়ীকরণ করা হয়নি৷ মাসিক বেতনও এতটাই ন্যূনতম যে ঠিকভাবে সংসার চালানো দায়৷'
advertisement
আরও পড়ুনঃ প্রায় নেই ছাত্র! বন্ধ হওয়ার মুখে আলিপুরদুয়ার বিধানপল্লী প্রাথমিক বিদ্যালয়!
কর্মীদের দাবি, ২০১৯ সালে রাজ্য বন দফতর অস্থায়ী কর্মীদের কথা মাথায় রেখে কাজের দীর্ঘতায়ন মেনে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল ৷ কিন্তু ২০২২ সালের শেষেও তাদের বেতন এক টাকাও বাড়েনি ৷ তাই তাদের দাবি না মানা পর্যন্ত বক্সা ব্যাঘ্র প্রকল্পের এই অফিসে ধর্না ও কর্মবিরতি তারা চালিয়ে যাবেন ৷ প্রয়োজনে অনশনেরও হুমকি দিয়েছেন তারা ৷ যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোনও আধিকারিক৷
Annanya Dey