TRENDING:

Durga Puja Fashion: পুজোর বাজার মাতাচ্ছে এবার বুটিকের কানের দুল, নামমাত্র দামেই শেষ হবে পুজোর সাজ 

Last Updated:

পুজোয় বুটিকের কানের দুল পছন্দ সব বয়সের মহিলাদের।অজরক, কলমকারি কাপড়ের কানের দুল নিজের হাতে তৈরি করছেন শিল্পী অভিলাষা ঘোষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: পুজোয় বুটিকের কানের দুল পছন্দ সব বয়সের মহিলাদের। অজরক,কলমকারি কাপড়ের কানের দুল নিজের হাতে তৈরি করছেন শিল্পী অভিলাষা ঘোষ। রয়েছে প্রচুর চাহিদা এই কানের দুলের। আলিপুরদুয়ারের কালচিনির বাসিন্দা অভিলাষা। এতদিন সুতো, বড় পুঁথি দিয়ে বানিয়ে এসেছেন কানের দুল। এবার অজরক ও কলমকারি কাপড় ব‍্যবহার করে এই প্রথম দুল তৈরি করছেন তিনি।
advertisement

অভিলাষা জানিয়েছেন, “কলমকারি, অজরখ, বুটিক প্রিন্টের শাড়ি, কুর্তির নাম সকলেই জানেন। তবে এগুলোর সঙ্গে মানানসই গয়না খুঁজে পাওয়া যেত না। সুতো কিংবা অক্সিডাইসের গয়না বেশি পরতেন সকলে। এবারে এই প্রিন্টের কাপড় দিয়ে কানের দুল তৈরি করে সকলের সমস‍্যা দুর করতে পেরেছি। এরপর গলার মালা তৈরির চেষ্টা করব।”

advertisement

১২০ থেকে ১৫০ টাকার মধ‍্যে মিলছে এই বুটিকের কানের দুল। পাশাপাশি বুটিকের বালা নিতে পারবেন আপনি। দাম একই রাখা হয়েছে। এই কানের দুল তৈরি করতে শক্ত বোর্ড ব‍্যবহার করা হয়েছে। তাতে পছন্দ মতো বুটিকের কাপড় ব‍্যবহার করা হয়েছে। পাশাপাশি ঝুমকো, মিরর ওয়ার্ক করা হয়েছে। এবারের পুজোয় এই কানের দুল বাজিমাত করছে বলে দাবি শিল্পীর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Durga Puja Fashion: পুজোর বাজার মাতাচ্ছে এবার বুটিকের কানের দুল, নামমাত্র দামেই শেষ হবে পুজোর সাজ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল