জানা যায়, কয়েকদিন লাগাতার বৃষ্টিপাতে নাজেহাল সমগ্র ডুয়ার্স। বিভিন্ন নদীগুলির জলের স্তর বেড়েছে। তবে এখনও কোনও নদীতে হলুদ সংকেত জারি করেনি প্রশাসন। এদিকে লাগাতার বৃষ্টিতে জল মগ্ন রয়েছে আলিপুরদুয়ার পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড। প্রায় নিয়মিত বিভিন্ন ওয়ার্ডের জলের পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন।
আরও পড়ুন ঃ বৃষ্টি শুরু হতেই বাসরা নদীতে মাছের ঢল, স্থানীয়দের মুখে হাসি
advertisement
কিন্তু নদী লাগোয়া হওয়ায় ডিমা নদীর জল বেড়ে সমস্যায় রয়েছেন ৮ নম্বর ওয়ার্ড এলাকার শতাধিক নাগরিক। এলাকার বাসিন্দারা জানান এই সমস্যা প্রতিবছরের। এলাকায় জল নিকাশি ব্যবস্থা ঠিক সহ ডিমা নদীতে বাঁধের বিষয়ে প্রশাসনকে জানিয়ে আসছি। লাভ আর কিছুই হচ্ছে না। জল জমলে প্রশাসনের আধিকারিকরা আসেন। নয়ত আসেন না।
Annanya Dey
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 22, 2023 7:02 PM IST





