TRENDING:

Alipurduar News: চা বাগানের অসুস্থ শ্রমিকদের নিয়ে হাসপাতালে ছুটবে বাইক অ্যাম্বুলেন্স

Last Updated:

চা বাগানের স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য চালু করা হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স পরিষেবা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: বক্সা পাহাড়ের জন‍্য পালকি অ‍্যাম্বুলেন্স প্রথমেই ছিল। এবারে চা বাগানের জন‍্য আলিপুরদুয়ার জেলা প্রশাসন বাইক অ্যাম্বুলেন্স চালু করার উদ্যোগ নিল। এর ফলে চা শ্রমিকদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হবে।
advertisement

আরও পড়ুন: ফিরছে টয় ট্রেন, বালুরঘাটের পার্কে গেলেই তাতে চড়তে পারবে বাচ্চারা

বক্সা পাহাড়ে সাফল্যের সঙ্গে পালকি অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়েছে। এরপর এবার ডুয়ার্সের চা বাগানে ছুটবে বাইক অ্যাম্বুলেন্স। পদ্মশ্রী করিমুল হকের দৌলতে বাইক অ্যাম্বুলেন্সের নাম দেশ বিদেশে অনেকেই শুনেছেন। দুর্গম ডুয়ার্সের চা বলয়ে হাজার হাজার মানুষকে এই বাইক অ্যাম্বুলেন্সের পরিষেবা দিয়ে পদ্মশ্রী সম্মান পেয়েছেন করিমুল হক। এবার সেই মডেলকে আলিপুরদুয়ারের প্রত‍্যন্ত চা বলয়ে কাজে লাগাতে চলেছে জেলা প্রশাসন। এলাকার স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করতে বাইক অ্যাম্বুলেন্স চালু করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। ডুয়ার্সের চা বলয়ের মানুষদের চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থায় অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করতে জেলা প্রশাসনের তরফ থেকে পাঁচটি চা বাগানকে খুব শীঘ্রই দেওয়া হবে এই বাইক অ্যাম্বুলেন্স।

advertisement

View More

এই বাইক অ্যাম্বুলেন্সগুলো থাকবে চা বাগান কর্তৃপক্ষের অধীনে। তারাই এই অ্যাম্বুলেন্সগুলোকে পরিচালনা করবে। প্রথম অবস্থায় কুমারগ্রামের নিউল্যান্ডস, কালচিনি ব্লকের মেচপাড়া, তোর্ষা, আলিপুরদুয়ার-২ ব্লকের ধওলাঝোরা ও মাঝেরডাবরি চা বাগানকে এই বাইক অ্যাম্বুলেন্স দেওয়া হবে। এমনিতেই চা বাগানগুলোতে গাড়ি কম তারপর অ্যাম্বুলেন্স থাকলেও চা বাগানের সব শ্রমিক মহল্লায় সরু ও দুর্গম রাস্তার কারণে তা প্রবেশ করতে পারে না। সেই জায়গায় বাইক অ্যাম্বুলেন্স সহজেই চলাফেরা করতে পারবে। অনেক সময় রাত বিরেতে অ্যাম্বুলেন্স থাকলেও ড্রাইভার পাওয়া যায় না। সেই সমস্যাও দূর করবে বাইক অ্যাম্বুলেন্স। জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা জানান, কারোর অবস্থা খারাপ হলে খুব দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া যাবে বাইক আ্যম্বুলেন্সের মাধ‍্যমে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কটুক্তি 'চুলোয় যাক'! লক্ষ্য স্থির রেখে সফল তৃতীয় লিঙ্গের দুই প্রতিমা শিল্পী
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: চা বাগানের অসুস্থ শ্রমিকদের নিয়ে হাসপাতালে ছুটবে বাইক অ্যাম্বুলেন্স
Open in App
হোম
খবর
ফটো
লোকাল