TRENDING:

Alipurduar News: অবশেষে স্বস্তি! দীর্ঘ আড়াই বছর পর পর্যটক ও সাধারণের জন্য খুলে গেল ভুটানগেট

Last Updated:

করোনা পরিস্থিতি কাটিয়ে পর্যটক ও জনসাধারণের জন্য খুলল প্রতিবেশি দেশ ভুটানের দরজা। এই মুহুর্ত দেখতে ভারত-ভুটান সীমান্ত জয়গাঁয় হাজির হয়েছিলেন হাজার মানুষ। ভুটানের প্রধানমন্ত্রী ডাঃ এল শেরিং-এর উপস্থিতিতে ভুটানগেট খুলল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : করোনা পরিস্থিতি কাটিয়ে পর্যটক ও জনসাধারণের জন্য খুলল প্রতিবেশি দেশ ভুটানের দরজা। এই মুহুর্ত দেখতে ভারত-ভুটান সীমান্ত জয়গাঁয় হাজির হয়েছিলেন হাজার মানুষ। ভুটানের প্রধানমন্ত্রী ডাঃ এল শেরিং-এর উপস্থিতিতে ভুটানগেট খুলল। খুশির হাওয়া জয়ঁগায়। সকাল ছয়টা থেকে টার্মিনাল ঢোকার রাস্তায় হাজির হয়েছিলেন হাজার মানুষ। সকাল সাড়ে আটটা নাগাদ খুলে যায় টার্মিনালের গেট। বৌদ্ধ লামা মন্ত্রোচ্চারণ করেন। এরপর খুলে দেওয়া হয় দরজার ফিতে। এরপর একে একে পর্যটক ও সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হয়। দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর আজ থেকে খুলে গেল জয়ঁগা ভুটান গেট।
advertisement

এদিন সকালে জয়ঁগা ভুটান গেট খোলার সঙ্গে সঙ্গে জয়ঁগা ভুটান গেটের সামনে অজস্র জনগণের ভিড় লক্ষ‍্য করা যায় । ভুটানে প্রবেশের জন‍্য প্রচুর মানুষ ভিড় জমান। বেশিরভাগ মানুষ এদিন শ্রমিকের কাজে ঢুকলেন ভুটানে। কারণ শুধু জয়গাঁ নয়, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা থেকে শ্রমিকের কাজে যোগ দিতে ভুটানে যান মানুষেরা। এদিনও হাজারের ওপর মানুষ যান ভুটানে। তাদের মধ্যে শ্রমিকের সংখ্যা বেশি। পর্যটক গিয়েছেন ভুটানের পারো, থিম্পু ঘুরতে। এদেশের ট্যাক্সি চালকদের মুখে হাসি লক্ষ্য করা যায়। পর্যটক নিয়ে ভুটানে প্রবেশের অনুমতি তারা পেয়েছেন।

advertisement

আরও পড়ুনঃ কিছুই মেলে না চা বাগান শ্রমিকদের! তাই বাগান বিমুখ নতুন প্রজন্ম

ভুটানের তরফ থেকে ভারতীয়দের বিভিন্ন বিষয়ে ছাড়ের কথা বলা হয়েছে। যদিও সেগুলিতে সরকারি শিলমোহর পড়েনি। তবে জয়গাঁর ব্যবসায়ী মহলের আশা ভুটানের সঙ্গে তাদের বন্ধন আরও দৃঢ় হবে। ব্যবসায় উন্নতি লাভ করবে জয়গাঁ। এদিন জয়গাঁর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে ভুটান থেকে এদেশে আসা নাগরিকদের স্বাগত জানানোর ব্যবস্থা করা হয়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: অবশেষে স্বস্তি! দীর্ঘ আড়াই বছর পর পর্যটক ও সাধারণের জন্য খুলে গেল ভুটানগেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল