এদিন সকালে জয়ঁগা ভুটান গেট খোলার সঙ্গে সঙ্গে জয়ঁগা ভুটান গেটের সামনে অজস্র জনগণের ভিড় লক্ষ্য করা যায় । ভুটানে প্রবেশের জন্য প্রচুর মানুষ ভিড় জমান। বেশিরভাগ মানুষ এদিন শ্রমিকের কাজে ঢুকলেন ভুটানে। কারণ শুধু জয়গাঁ নয়, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা থেকে শ্রমিকের কাজে যোগ দিতে ভুটানে যান মানুষেরা। এদিনও হাজারের ওপর মানুষ যান ভুটানে। তাদের মধ্যে শ্রমিকের সংখ্যা বেশি। পর্যটক গিয়েছেন ভুটানের পারো, থিম্পু ঘুরতে। এদেশের ট্যাক্সি চালকদের মুখে হাসি লক্ষ্য করা যায়। পর্যটক নিয়ে ভুটানে প্রবেশের অনুমতি তারা পেয়েছেন।
advertisement
আরও পড়ুনঃ কিছুই মেলে না চা বাগান শ্রমিকদের! তাই বাগান বিমুখ নতুন প্রজন্ম
ভুটানের তরফ থেকে ভারতীয়দের বিভিন্ন বিষয়ে ছাড়ের কথা বলা হয়েছে। যদিও সেগুলিতে সরকারি শিলমোহর পড়েনি। তবে জয়গাঁর ব্যবসায়ী মহলের আশা ভুটানের সঙ্গে তাদের বন্ধন আরও দৃঢ় হবে। ব্যবসায় উন্নতি লাভ করবে জয়গাঁ। এদিন জয়গাঁর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে ভুটান থেকে এদেশে আসা নাগরিকদের স্বাগত জানানোর ব্যবস্থা করা হয়।
Annanya Dey