এশিয়ান গেমসে অনবদ্য সাফল্য অর্জন করার পরেই চোট আঘাতের সমস্যাতে জড়িয়ে পড়েন তিনি। এমনকি অবসর নেওয়ার বিষয়েও তিনি চিন্তাভাবনা করতে শোনা যায়। দীর্ঘ অবকাশের পর হঠাৎই খেলার ময়দানে ফের বাজিমাৎ স্বপ্নার।
দীপেন্দ্র লাহিড়ী, আলিপুরদুয়ার: ভারতের অন্যতম প্রতিভাবান অ্যাথলিট উত্তরবঙ্গের মেয়ে স্বপ্না বর্মন। এশিয়ান গেমসে অনবদ্য সাফল্য অর্জন করার পরেই চোট আঘাতের সমস্যাতে জড়িয়ে পড়েন তিনি। এমনকি অবসর নেওয়ার বিষয়েও তিনি চিন্তাভাবনা করতে শোনা যায়। দীর্ঘ অবকাশের পর হঠাৎই খেলার ময়দানে ফের বাজিমাৎ স্বপ্নার। কলকাতায় আয়োজিত অল ইন্ডিয়া রেলওয়ে অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ইভেন্টে আচমকা সোনা জয় দিয়ে উত্তরবঙ্গের মেয়ের খেলার দুনিয়ায় ফিরে আশায় আবেগে ভেসে ওঠেন উত্তরবঙ্গ তথা বাংলার ক্রীড়াপ্রেমীরা। এবার আরও একবার সোনা জিতলেন উত্তরবঙ্গের ঘরের মেয়ে স্বপ্না বর্মন। মঙ্গলবার কেরালার কালিকটে অনুষ্ঠিত হওয়া ২৫ তম জাাতীয় ফেডারেশন কাপের হেপ্টাথলন ইভেন্টে মোট ৫৮০০ পয়েন্ট নিয়া সোনা জিতেছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের রেলের স্টাফ ওয়েলফেয়ার ইনস্পেকটর হিসেবে কর্মরত স্বপ্না বর্মন। জানা যায়, ফেডারেশন কাপ চলার সময় খাবারের মধ্যে বিষক্রিয়ার ফলে কার্যত শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন স্বপ্না, লড়াইয়ের তীব্র জেদ সমস্ত বাধা কে তুচ্ছ করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে তাঁর শক্ত মনোবল । ফের এই জয় স্বমহিমায় এশিয়াডের স্মৃতি মনে করিয়ে দেয় ক্রীড়াপ্রেমীদের। ২০১৮ সালের এশিয়ান গেমস ছিল তার কাছে স্বপ্ন পূরণের দিন। ওই বছর জাকার্তায় অনুষ্ঠিত হওয়া এশিয়ান গেমসের হেপটাথলন ইভেন্টে তার ব্যক্তিগত সর্বোচ্চ ৬০২৬ পয়েন্ট সংগ্রহ করে প্রথম ভারতীর হিসেবে এশিয়ান গেমসের হেপটাথলন বিভাগে স্বর্ণপদক জিতে নেন। এরপর , ২০১৯ সালে অর্জুন পুরস্কারে ভূষিত করা হয় জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের সোনার মেয়ে অ্যাথলিট স্বপ্না বর্মনকে। রাষ্ট্রপতি ভবনে রামনাথ কোবিন্দ স্বপ্না বর্মনের হাতে এই পুরস্কার তুলে দেন। এশিয়ান গেমসের ইভেন্টে নামার আগে অসহ্য দাঁতে ব্যাথায় কষ্ট পাচ্ছিলেন জলপাইগুড়ির মেয়ে স্বপ্না। তবে তার পরও তিনি হাল ছাড়েননি। তাঁর দুই পায়ে ছটা করে আঙুল। শারীরিক এই বাধা কাটিয়ে তিনি নিজেকে আর পাঁচজন অ্যাথলিটের মতোই তৈরি করেছেন অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ের সাহায্যে। মেয়েদের হেপ্টাথলনে সোনা জয়ী হওয়ার পর থেকেই ভারতীয় ক্রীড়াজগতে তাঁকে নিয়ে হইচই পড়ে যায়।কেরালার কালিকটে অনুষ্ঠিত হওয়া ২৫ তম জাতীয় ফেডারেশন কাপের হেপ্টাথলন ইভেন্টে জয়ের মধ্যে দিয়ে খেলা ময়দানে স্বপ্নার ফিরে আশায় ইতিমধ্যেই আনন্দের লহর বইতে শুরু করেছে। জানা যায়, এরপর স্বপ্নার লক্ষ্য কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসে ভাল ফল করা।
আরও একবার সোনা জিতলেন উত্তরবঙ্গের ঘরের মেয়ে স্বপ্না বর্মন।