ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে আলিপুরদুয়ার জেলার কোদালবস্তি এলাকায়।এদিন সকালে এলাকার বাসিন্দা ৮০ বছরের বৃদ্ধা যতন রাভা তার ঘরের সামনে দাঁড়িয়ে ছিলেন, জঙ্গলে জ্বালানি কাঠ নিতে যাবেন বলে।কিন্তু তার আর কাঠ আনতে যাওয়া হয়নি ।তার আগে ঘটে যায় এই ঘটনা। আচমকা বুনো হাতি এসে তার উপর আক্রমণ চালায়। এই ঘটনায় তিনি মারাত্মক ভাবে জখম হন।
advertisement
আরও পড়ুন- সরস্বতী পুজোর মণ্ডপে গণবিবাহের আয়োজন
আরও পড়ুন- তামাক জাত দ্রব্য বিক্রি ও সেবনের বিরুদ্ধে অভিযান পুরুলিয়ায়
ঘটনার পর এলাকার বাসিন্দারা ও কোদালবস্তি রেঞ্জের বনকর্মীরা বৃদ্ধাকে উদ্ধার করেন।তাকে লতাবাড়ি হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য।বৃদ্ধার এক প্রতিবেশি জানান, বৃদ্ধার সঙ্গেই কথা বলছিলেন তিনি।হটাৎই দেখেন জঙ্গল থেকে বুনো হাতি এসে বৃদ্ধাকে শুড়ে পেঁচিয়ে আছাড় দিল। যন্ত্রণায় ছটফট করছিলেন বৃদ্ধা।এই ঘটনায় এলাকাবাসিরা যথেষ্ট ভীত।
Annanya Dey