TRENDING:

Alipurduar News: অ‍্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি লতাবাড়ি হাসপাতালে, ভোগান্তি রোগীদের

Last Updated:

নিরাপত্তাহীনতায় ভুগছেন লতাবাড়ি গ্রামীণ হাসপাতালের অ‍্যাম্বুলেন্স চালকরা। যার ফলে হাসপাতালে অ‍্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ রেখেছেন তারা। বাড়ছে সমস্যা। দুদিন ধরে বন্ধ রয়েছে কালচিনি লতাবাড়ি গ্রামীন হাসপাতালে নিশ্চয় যান অ্যাম্বুলেন্স পরিষেবা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : নিরাপত্তাহীনতায় ভুগছেন লতাবাড়ি গ্রামীণ হাসপাতালের অ‍্যাম্বুলেন্স চালকরা। যার ফলে হাসপাতালে অ‍্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ রেখেছেন তারা। বাড়ছে সমস্যা। দুদিন ধরে বন্ধ রয়েছে কালচিনি লতাবাড়ি গ্রামীন হাসপাতালে নিশ্চয় যান অ্যাম্বুলেন্স পরিষেবা। চালকদের অভিযোগ, নিরাপত্তার অভাবে ভুগছেন তারা। যতদিন না প্রশাসন তাদের নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করছে ততদিন তারা অ্যাম্বুলেন্স চালাবন না।' আবার অধিকাংশ চালক, এ কারণে অ্যাম্বুলেন্স চালানো বন্ধ করে অন্য কাজ খুঁজছে বলেও জানান।
advertisement

অন্যদিকে, জরুরি পর্যায়ে ১০২ নম্বর অ্যাম্বুলেন্স চললেও, সেটা কতটা পরিষেবা দিতে পারবে তা নিয়ে উঠছে প্রশ্ন। একটি অ‍্যাম্বুলেন্স কতজন রোগীকে আলিপুরদুয়ার সময়ের মধ্যে পৌঁছাতে পারবে তা নিয়ে থেকে যাচ্ছে ধোঁয়াশা। এ বিষয়ে উল্লেখ্য গাঙ্গুটিয়া এলাকার বাসিন্দা খুরেশা খাতুনের গর্ভেই মৃত্যু হয় তার শিশুর। এই ঘটনায় লতাবাড়ি গ্রামীন হাসপাতালে নিশ্চয়যান অ্যাম্বুলেন্সের এক চালকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে কালচিনি থানায় মামলা দায়ের করেন মৃত শিশুর পরিবারের সদস্যরা।

advertisement

আরও পড়ুনঃ সেতু আছে, নেই অ্যাপ্রোচ রোড! তাই গাড়ি চলে না এই সেতু দিয়ে!

অভিযুক্ত চালককে গ্রেফতারও করেছে পুলিশ। মূলত এর পরিপ্রেক্ষিতেই নিশ্চয়যান অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ রাখে চালকেরা। তারা জানিয়েছেন, মাঝেমধ্যে পুলিশ এসে হয়রান করছে তাদের। জেরার মুখে পড়তে হচ্ছে তাদের। চালকেরা জানান, '১১ বছর ধরে অ্যাম্বুলেন্স চালাচ্ছি, এখনও কেউ আমাদের ওপর এরূপ অভিযোগ তোলেননি। তবে ওদিনের ঘটনা আমরা মেনে নিতে পারছি না। যেভাবে রোগীর পরিবারের সদস্যরা আমার ওপর চড়াও হয়েছিল তাতে আমাদের প্রানের ভয় দেখা দিয়েছে।প্রশাসন নিরাপত্তার ব্যবস্থা না করলে এই কাজ ছেড়ে অন্য কিছু করতে হবে।'

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ব্যান্ড, বাজনা, বাজির রোশনাই থেকে উদ্দাম নাচ! ঠাকুমার শেষযাত্রায় অবাক কাণ্ড সিউড়িতে
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: অ‍্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি লতাবাড়ি হাসপাতালে, ভোগান্তি রোগীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল