এর ফলে ভূপৃষ্ঠের ওপর প্লাস্টিকের আবরণ তৈরি হয়। যা ভেদ করে জল ওপরে উঠে আসতে পারবে না। যার ফলে জলকষ্টে ভুগতে হতে পারে জনগণকে। পুরো মণ্ডপটিতে দেখা যায় অসংখ্য কল। প্লাস্টিক বোতল দিয়ে মণ্ডপটি সাজানো হয়েছে। জলকষ্টের ফলে কি কি হতে পারে তার দেখা মিলবে মণ্ডপে। এমনকি এই মণ্ডপে দুর্গা মায়ের কোলে গণেশ দেবকে দেখা যাবে। কিন্তু দুজনের মুখে দেখা যাবে অক্সিজেন মাস্ক। জলকষ্টের ফলে অক্সিজেনের ঘাটতি হবে। যা বলা বাহুল্য।
advertisement
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারের ঐতিহ্যবাহী দুর্গাবাড়ির পুজোয় মানুষের ঢল
যার জন্য ভবিষ্যতে প্রত্যেকের মুখে দরকার হতে পারে অক্সিজেন মাস্কের। এছাড়াও দুর্গা মণ্ডপে দেখা যাবে সপরিবারে দেবী দুর্গাকে। এক্ষেত্রে তামাটে রঙ ব্যবহৃত হয়েছে দেবদেবীর অঙ্গে। পুজো কমিটির তরফে জানানো হয়েছে, প্লাস্টিক দিয়েই তার ক্ষয়ক্ষতি বোঝানো হচ্ছে জনগণকে। মণ্ডপ থেকে পরিবেশকে বাঁচানোর সঠিক উপায় সহজ করে বলার চেষ্টা করা হয়েছে। পরিবেশ রক্ষার থিম নিয়ে আগামীতেও কাজ করা হবে বলে জানা গিয়েছে।
Annanya Dey