দশমীর পরের দিন এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।শোকের পরিবেশ যুবকের পাড়ায়।জাতীয় সড়কে রাতের বেলায় বেপরোয়াভাবে বড় গাড়িগুলি চলে বলে অভিযোগ এলাকাবাসীদের।পুলিশি টহল থাকে না বলে অভিযোগ।স্পিড লিমিট খতিয়ে দেখার যন্ত্র এলাকায় বসলে এই ঘটনা ঘটবে না বলে জানান স্থানীয়রা।
অসমগামী এবং অসম থেকে আগত পণ্যবাহী গাড়িগুলি ট্রাফিক আইন মানে না বলে অভিযোগ।রাস্তার পাশে যেকারণে দাঁড়িয়ে থাকতে ভয় পান এলাকাবাসীরা।জাতীয় সড়কে এত দ্রুতগতিতে পণ্যবাহী গাড়ি ছুটতে দেখে ভয়ে হাত পা ঠাণ্ডা হয়ে আসে এলাকাবাসীদের।আর রাতে কোনও আলো জ্বলে না সড়কে বলে জানিয়েছেন তারা।দুর্ঘটনা যার কারণে বেশি ঘটে।
advertisement
দশমীর বিসর্জন দেখবে বলে বেরিয়েছিল শুভদীপ।তার আর বাড়ি ফেরা না হওয়ায় শোকস্তব্ধ এলাকাবাসীরা।
Annanya Dey
Location :
First Published :
October 06, 2022 5:08 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: হাসিমারার সুভাষিনী চা বাগান এলাকায় পথ দুর্ঘটনা, মৃত এক যুবক