আপাত দৃষ্টিতে দেখলে বাইরে থেকে মনে হবে কোনও লাক্সারি রেলের কামরা দাঁড়িয়ে রয়েছে। কিন্তু ভিতরে ঢুকতেই রেস্তরাঁ। খাবারও মিলবে সব। ভেজ থেকে নন-ভেজ, চাইনিজ থেকে ইন্ডিয়ান… কী চাই? উত্তর-পূর্ব রেলের তরফে এনজেপি স্টেশনে আগেই শুরু হয়েছে কোচ রেস্তোরাঁর পথ চলা। এবার শুরু হল কালচিনি ব্লকের রাজাভাতখাওয়াতে।
রেলের ডিআরএম অমরজিৎ গৌতম জানান, ” রাজাভাতখাওয়া থেকে জয়ন্তী, বক্সা যাওয়া যায়। কালচিনি,আলিপুরদুয়ার সামনে। পর্যটকদেরকথা মাথায় রেখে রাজাভাতখাওয়া-তে কোচ রেস্তরাঁ খোলা হল।” খাবার মিলবে সাধ্যের মধ্যে। রেল দফতর সূত্রে জানা গিয়েছে, ৭০ টাকা থেকে ২০০ টাকার মধ্যে খাবারের দাম। সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে এই রেস্তরাঁ। ৫০ জন অনায়াসে বসতে পারবেন এই রেস্তেরাঁতে।পার্শ্ববর্তী রাজ্য অসমে উত্তর-পূর্ব রেল প্রথম তৈরি করেছিল রেস্তোরাঁ।সেখানকার জনপ্রিয়তা দেখে এবার রাজাভাতখাওয়াতে খোলা হল রেস্তেরাঁ।এরপর আরও প্রকল্প রয়েছে।সবটাই আলোচনা প্রক্রিয়ায় রয়েছে বলে রেলের তরফে জানা গিয়েছে।
advertisement
Annanya Dey