প্রতিবেশী দেশ ভুটান লাগোয়া সেন্ট্রাল ডুয়ার্সের বাসিন্দাদের সবথেকে বড় সমস্যা পানীয় জল ও পরিবেশ দূষণ । পরিবেশ দূষণে অতিষ্ট এই এলাকার বাসিন্দারা । সেন্ট্রাল চা বাগান সীমান্ত লাগোয়া প্রতিবেশী দেশ ভুটানে সবথেকে বড় শিল্পাঞ্চল পাশাখা শিল্পাঞ্চল এই পাশাখা শিল্পাঞ্চলের বিভিন্ন ফ্যাক্টরি থেকে ধোঁয়ায় ওষ্ঠাগত প্রাণ এই এলাকার বাসিন্দাদের । বাসিন্দারা জানান আজ থেকে প্রায় ২৫ বছর পূর্বে প্রতিবেশী দেশ ভুটানে একদম সীমান্ত লাগোয়া এলাকায় গড়ে ওঠে পাশাখা শিল্পাঞ্চল আর এই পাশাখা শিল্পাঞ্চল বর্তমানে সেন্ট্রাল ডুয়ার্সের বাসিন্দাদের বড় সমস্যা ।
advertisement
এই পাশাখা শিল্পাঞ্চলের ফ্যাক্টরি চিমনি একদম ছোটো আর এই শিল্পাঞ্চলের দূষণে বেজায় সমস্যায় সেন্ট্রাল ডুয়ার্স বাসীর এলাকার প্রায় সমস্ত জনগণ চর্মরোগে আক্রান্ত এছাড়া অনেকে শ্বাসকষ্টে আক্রান্ত । বাসিন্দারা জানান প্রত্যেকের ঘরের টিনে সাদা আস্তরণ পড়ে গিয়েছে এক বছরও টিন টিকছে না। এলাকায় পূর্বে অল্প চাষবাস হত সেটা ও হয় না। এলাকার বাসিন্দাদের অন্যতম পেশা সুপারি চাষ কিন্ত দূষণের জেরে সুপারি ফলন ও হচ্ছে না ।সেন্ট্রাল ডুয়ার্স এলাকার অন্যতম বড় সমস্যা পানীয় জলের সঙ্কট এখন ওবধি এই এলাকায় সরকারের পক্ষ থেকে কোনও পানীয় জলের প্রকল্প হয়নি এলাকার বাসিন্দাদের একমাত্র পানীয় জলের উৎস হচ্ছে সিঙ্গিঝোরা নদী । সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানের থেকে সিঙ্গিঝোরা নদী থেকে জল মেশিনের মাধ্যমে ঘরে ঘরে বিভিন্ন শ্রমিক মহল্লায় সরবরাহ করা হয় কিন্ত বর্তমানে সেই পানীয় জলে সমস্যা হচ্ছে কেননা প্রতিবেশী দেশ ভুটানের পাশাখা শিল্পাঞ্চলের দূষিত জল ফেলা হচ্ছে সিঙ্গিঝোরা নদীতে ।
বর্তমানে সেই জল বাধ্য হয়ে ব্যবহার করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের কেননা এলাকায় পানীয় জলের কোনও প্রকল্প আজ অবধি করা হয়নি সরকারের পক্ষ থেকে । বাসিন্দারা জানান ভোট আসে ভোট যায় প্রতিবছর ভোটের সময় গ্ৰামে নেতা মন্ত্রীরা আসে আশ্বাস দেয় এবার সমস্যা সমাধান হবে কিন্ত সমস্যার সমাধান হয় না ।এই এলাকার বাসিন্দারা খুবই নোংরা জল পান করছে এছাড়া দূষণে এলাকার বাসিন্দারা খুবই সমস্যায় আছে সরকারের পক্ষ থেকে এই এলাকার বাসিন্দাদের কোনো কিছু চিন্তা ভাবনা করা হচ্ছে না বলে অভিযোগ। এই বিষয়ে কালচিনি পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণা পরিয়ার জানান খুব শীঘ্র সেন্ট্রাল ডুয়ার্সে পানীয় জলের প্রকল্পের কাজ শুরু হবে।
Annanya Dey