তবে এদিন বিকেল হয়ে গেল খোঁজ মেলেনি ব্যক্তির । পুলিশ সূত্রে জানা গিয়েছে ব্যক্তির নাম লক্ষীচন সুতার তার বাড়ি কুমারগ্রাম ব্লকের পূর্বশালবাড়ি এলাকায়। পূর্ব শালবাড়ি সংকোশ নদীতে তলিয়ে যায় ব্যক্তি। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
এর আগে সেপ্টেম্বরের প্রথমে কালচিনি ব্লকের নিমতি এলাকায় কালজানি নদী থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পুলিশ। মৃতের আত্মীয় সূত্রে জানা যায়,কালজানি নদীতে ভেসে যায় এক ৫৬ বছরের ব্যক্তি। কালজানি নদী সংলগ্ন এলাকায় গরু চড়াতে গিয়েছিল নিমতি বালুডাঙ্গা এলাকার বাসিন্দা কুমার ছেত্রি । গরু চড়িয়ে বিকেলে ঘরে ফেরার সময় কালজানি নদীতে ভেসে যায় কুমার ছেত্রি বলে অনুমান পরিবারের। অনেক খোঁজাখুঁজি করার পর তার সন্ধান পাওয়া যায়নি । গ্ৰামবাসীরা কালজানি নদীতে মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। কালচিনি পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে।
advertisement
অনন্যা দে