এলাকায় এখনও অবধি কোনও পানীয় জলের প্রকল্প হয়নি। পঞ্চায়েত সদস্য, প্রধানের প্রতি ক্ষোভ উগড়ে দেন সকলে।তাদের একটাই কথা ভোট ফুরলে গ্রামমুখো কেউ হন না। তাদের ভোটে অংশগ্রহণ করা আর না করা সমান।
আরও পড়ুন: ট্রেনেই রমরমিয়ে পাচার চলছিল দামী কাঠের! তারপরেই ঘটে গেল মারাত্মক কাণ্ড
advertisement
তুরি লাইন এলাকায় একটি মাত্র চাপা কল ছিল। সেটিও এক বছর থেকে বিকল হয়ে পড়ে আছে। বাসিন্দাদের অভিযোগ, ” বহু আবেদন করা হয়েছে। কিন্তু কলটি সারাই করা হচ্ছে না। এলাকার বাসিন্দারা জানান বর্তমানে তাদের দূর থেকে পানীয় জল নিয়ে আসতে হয়।”
আরও পড়ুন: রেশনের বদলে নগদ টাকা! রেশন-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের
যদিও এই বিষয়ে লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনালী দাস জানান “আমার কাছে এই বিষয়ে এখনও অবধি কেউ অভিযোগ করেনি। বিষয়টা আমার জানা নেই । জানলে এতদিনে সমস্যা সমাধান হয়ে যেত।”
Annanya Dey