TRENDING:

Alipurduar News: বুকফাটা হাহাকার! ৩ কিলোমিটার পায়ে হেঁটে আনতে হয় জল! দৃশ্য দেখলে চোখে জল এসে যাবে

Last Updated:

একটু জল পাওয়ার জন‍্য বাসন নিয়ে তিন কিলোমিটার পায়ে হেঁটে নদীতে যান এলাকার মহিলারা।এমনই ছবি দেখা যায় হ‍্যামিল্টনগঞ্জের তুরি লাইনে। পানীয় জলের ঘোর সঙ্কট চলছে আলিপুরদুয়ার জেলার হ‍্যামিল্টণগঞ্জ তুরি লাইন এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: একটু জল পাওয়ার জন‍্য বাসন নিয়ে তিন কিলোমিটার পায়ে হেঁটে নদীতে যান এলাকার মহিলারা।এমনই ছবি দেখা যায় হ‍্যামিল্টনগঞ্জের তুরি লাইনে। পানীয় জলের ঘোর সঙ্কট চলছে আলিপুরদুয়ার জেলার হ‍্যামিল্টণগঞ্জ তুরি লাইন এলাকায়।
advertisement

এলাকায় এখনও অবধি কোনও পানীয় জলের প্রকল্প হয়নি। পঞ্চায়েত সদস‍্য, প্রধানের প্রতি ক্ষোভ উগড়ে দেন সকলে।তাদের একটাই কথা ভোট ফুরলে গ্রামমুখো কেউ হন না। তাদের ভোটে অংশগ্রহণ করা আর না করা সমান।

আরও পড়ুন: ট্রেনেই রমরমিয়ে পাচার চলছিল দামী কাঠের! তারপরেই ঘটে গেল মারাত্মক কাণ্ড

advertisement

তুরি লাইন এলাকায় একটি মাত্র চাপা কল ছিল। সেটিও এক বছর থেকে বিকল হয়ে পড়ে আছে। বাসিন্দাদের অভিযোগ, ” বহু আবেদন করা হয়েছে। কিন্তু কলটি সারাই করা হচ্ছে না। এলাকার বাসিন্দারা জানান বর্তমানে তাদের দূর থেকে পানীয় জল নিয়ে আসতে হয়।”

আরও পড়ুন: রেশনের বদলে নগদ টাকা! রেশন-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের

advertisement

যদিও এই বিষয়ে লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনালী দাস জানান “আমার কাছে এই বিষয়ে এখনও অবধি কেউ অভিযোগ করেনি। বিষয়টা আমার জানা নেই । জানলে এতদিনে সমস্যা সমাধান হয়ে যেত।”

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বুকফাটা হাহাকার! ৩ কিলোমিটার পায়ে হেঁটে আনতে হয় জল! দৃশ্য দেখলে চোখে জল এসে যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল