ফসল বাঁচাতে এক জমির মালিক বিদ্যুতের তার দিয়ে ঘিরেছিলেন জমি।জমির ফসল খেতে এসে মৃত্যু হয় হাতিটির।এমনকি হাতিটির মৃতদেহ দেখে জমির মালিক কবর খুঁড়েছিল বলে অভিযোগ।যদিও বনদফতরের কর্মী ও আধিকারিকদের আসার খবর পেয়ে সে ফেরার হয়ে যায়।এদিকে গতকাল রাত থেকেই আলিপুরদুয়ার জেলার ভাটপাড়ার বিজয়পুরবস্তি এলাকায় ভীড় জমিয়েছে সাধারণ মানুষ।
আরও পড়ুন: এভাবেও মৃত্যু আসে! পিছন থেকে ধেয়ে এল চার চাকা! মর্মান্তিক দুর্ঘটনা হুগলিতে!
advertisement
বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিক ও বনকর্মী এবং পুলিশ এলাকায় পৌঁছে ভীড় নিয়ন্ত্রণ করতে শুরু করেন।তাদের নজরে প্রথমে আসে এলাকার খালি জমিতে একটি হাতির মৃতদেহ পড়ে আছে আশ্চর্যজনক ভাবে হাতির মৃতদেহ পাশে বড় গর্ত করা হয়েছে। অনুমান করা হয়েছে কেউ বা কারা হাতি টিকে এলাকায় সমাধিস্থ করার পরিকল্পনা নিয়েছিল।জমির চারধারে বিদ্যুৎ এর তার দেখা গিয়েছে।স্থানীয়দের মতে এলাকায় প্রতিদিন হাতির হামলার ঘটনা ঘটে।বক্সার জঙ্গল থেকে কখনও ২০টি আবার কখনও ৫০টি হাতির দল লোকালয়ে এসে তাণ্ডব চালায়।বনদফতরের পক্ষ থেকে টহল দেওয়া হয় না বলে অভিযোগ।
Annanya Dey