TRENDING:

Alipurduar News: দলছুট হয়ে গিয়েছিল ছোট্ট হাতির ছানা! কালচিনিতে হস্তিশাবকের সঙ্গে ঘটল ভয়াবহ ঘটনা!

Last Updated:

Alipurduar News: দলছুট হাতির ছানাটি বেশ কয়েদিন ধরেই লড়েছে বেঁচে থাকার লড়াই। কিন্তু শেষ জয় হল না তার!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ারঃ কালচিনি ব্লকের পানা বীটের চার নং কম্পার্টমেণ্ট থেকে এক হস্তিশাবকের মৃতদেহ উদ্ধার করল বনদফতর। মঙ্গলবার বিকেলের পর টহলরত বনকর্মীরা হস্তিশাবকের মৃতদেহ দেখতে পান। বনদফতর সুত্রে খবর সম্ভবত হস্তিশাবকটি দলছুট হয়ে পড়েছিল এবং অসুস্থ ছিল।যার কারণে সেটির মৃত্যু হয়। রাতে হস্তিশাবকের দেহ উদ্ধার করে বনকর্মীরা।তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।হাতিটির বয়স আনুমানিক তিন বছর বলে জানা যায়। ময়নাতদন্তের রিপোর্টের পর হস্তিশাবকের মৃত্যুর কারণ জানা যাবে বলে বনদফতর সূত্রে জানা যায়। এদিকে অগাস্ট মাসের শেষে বিদ‍্যুতের তারের সংস্পর্শে এসে মৃত্যু হয় এক পূর্ণবয়স্ক হাতির,।ঘটনার জেরে চাঞ্চল্য আলিপুরদুয়ারের ভাটপাড়া বিজয়পুরবস্তি এলাকায়।এই ঘটনাটিও ভাটপাড়া এলাকার সামনে ঘটেছে।
হস্তিশাবকের দেহ পড়ে রয়েছে
হস্তিশাবকের দেহ পড়ে রয়েছে
advertisement

ফসল বাঁচাতে এক জমির মালিক বিদ্যুতের তার দিয়ে ঘিরেছিলেন জমি।জমির ফসল খেতে এসে মৃত্যু হয় হাতিটির।এমনকি হাতিটির মৃতদেহ দেখে জমির মালিক কবর খুঁড়েছিল বলে অভিযোগ।যদিও বনদফতরের কর্মী ও আধিকারিকদের আসার খবর পেয়ে সে ফেরার হয়ে যায়।এদিকে গতকাল রাত থেকেই আলিপুরদুয়ার জেলার ভাটপাড়ার বিজয়পুরবস্তি এলাকায় ভীড় জমিয়েছে সাধারণ মানুষ।

আরও পড়ুন:  এভাবেও মৃত্যু আসে! পিছন থেকে ধেয়ে এল চার চাকা! মর্মান্তিক দুর্ঘটনা হুগলিতে!

advertisement

বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিক ও বনকর্মী এবং পুলিশ এলাকায় পৌঁছে ভীড় নিয়ন্ত্রণ করতে শুরু করেন।তাদের নজরে প্রথমে আসে এলাকার খালি জমিতে একটি হাতির মৃতদেহ পড়ে আছে আশ্চর্যজনক ভাবে হাতির মৃতদেহ পাশে বড় গর্ত করা হয়েছে। অনুমান করা হয়েছে কেউ বা কারা হাতি টিকে এলাকায় সমাধিস্থ করার পরিকল্পনা নিয়েছিল।জমির চারধারে বিদ্যুৎ এর তার দেখা গিয়েছে।স্থানীয়দের মতে এলাকায় প্রতিদিন হাতির হামলার ঘটনা ঘটে।বক্সার জঙ্গল থেকে কখনও ২০টি আবার কখনও ৫০টি হাতির দল লোকালয়ে এসে তাণ্ডব চালায়।বনদফতরের পক্ষ থেকে টহল দেওয়া হয় না বলে অভিযোগ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
দক্ষিণাকালীর আর্বিভাব দিবসে দোহালিয়া কালীবাড়িতে বিশেষ আয়োজন! উপচে পড়ছে ভক্তদের ভিড়
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: দলছুট হয়ে গিয়েছিল ছোট্ট হাতির ছানা! কালচিনিতে হস্তিশাবকের সঙ্গে ঘটল ভয়াবহ ঘটনা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল