পুলিশ বাবলু প্রসাদের স্ত্রীর দেহ উদ্ধার করে।দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় আলিপুরদুয়ার হাসপাতালে।স্থানীয় সূত্রে জানা যায়,বাবলু প্রসাদ পান থেকে চুন খসলেই অত্যাচার চালাত তার স্ত্রী-র ওপর।প্রতিবেশিদের তরফে অনেকদিন শান্ত করা হয়েছে তাদের এই দ্বন্দ্ব।আজ মারাত্মক আকার ধারণ করে বচসা।দুজনের মধ্যে মারপিট হচ্ছিল।তারপরেই এই কাণ্ড ঘটে। মৃতার দিদি জানান, "ঘটনার আকস্মিকতায় তার বিশ্বাস হচ্ছিল না।কোনও রকম ছুটে এসে দেখতে পান বোনের মৃতদেহ লুটিয়ে পড়ে রয়েছে।তার বোনের শরীরের বিভিন্ন অংশে চাকুর আঘাত লক্ষ্য করা গিয়েছে।পুলিশ ফাঁড়িতে এসে ধৃত বোনের জামাইকে ঘটনার কথা জিঞ্জেস করতে মেলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি।"
advertisement
মৃতার দিদি আরও জানান, "তার বোন কিছু না কিছু কাজ করে সংসার চালাত।টাকা জমাতে পারত না স্বামীর জ্বালায়।টাকা নিয়ে কোনও প্রশ্ন করলেই তার স্বামীর সঙ্গে বচসা শুরু হত।তার স্বামী তার ওপর অত্যাচার চালাত।অশান্তির খবর পেয়ে তারা ছুটে আসতেন।এবারে আর প্রাণে বাঁচল না তাদের বোন।" বোনের অপরাধীর শাস্তি চান মৃতার দিদি। স্থানীয়রাও একই দাবিতে সরব হয়েছেন।মৃতার স্বামী মদ্যপ অবস্থায় থাকত সবসময়।নেশার পাশাপাশি জুয়া খেলার জন্য স্ত্রীর থেকে টাকা চাইত সে।স্ত্রী টাকা না দিতে চাইলে শুরু হত অশান্তি।স্বামী-স্ত্রীর অশান্তি চরমে উঠলে প্রতিবেশিরা থাকতে পারতেন না।সবসময় চাকু দিয়ে ভয় দেখাত মৃতার স্বামী বলে প্রতিবেশীদের তরফে জানা যায়।
Annanya Dey






