এই ঘটনায় চালক ও গাড়িতে থাকা আরও একজন মারাত্মকভাবে আহত হন। এরপর আহতদের উদ্ধার করে লতাবাড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা চালককে মৃত বলে ঘোষণা করে। মৃত চালক উত্তরপ্রদেশের মোরাদাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে। এরপর কালচিনি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। তা ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ারে পাঠান হয়েছে।
আরও পড়ুন: বুকফাটা হাহাকার! ৩ কিলোমিটার পায়ে হেঁটে আনতে হয় জল! দৃশ্য দেখলে চোখে জল এসে যাবে
advertisement
আরও পড়ুন: ট্রেনেই রমরমিয়ে পাচার চলছিল দামী কাঠের! তারপরেই ঘটে গেল মারাত্মক কাণ্ড
স্থানীয় বাসিন্দা রবি ওরাঁও জানান, “পণ্যবাহী গাড়িটিকে দ্রুতগতিতে আসতে দেখে তারা ভেবেছিলেন একটা দুর্ঘটনা ঘটবে।ঠিক তাই হল।নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে গেল।ভিন রাজ্যের গাড়িগুলি পুলিশ প্রশাসন মানে না বলে তাদের অভিযোগ।”
Annanya Dey
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2023 11:52 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: পণ্য পৌঁছেতে গিয়ে আর ফেরা হল না চালকের! কারণ জানলে চোখে জল আসবে