শিক্ষাক্ষেত্রে প্রতিভা এবং কঠোর পরিশ্রমের কোনও বিকল্প নেই। বনবস্তির এই পড়ুয়া আবারও তা প্রমাণ করেছে। জেমিনা কঠিন পরিস্থিতি এবং আর্থিক অভাব সত্ত্বেও নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডাক্তারি পড়তে চলেছে। স্বপ্ন ডাক্তার হয়ে এলাকার মানুষদের বিনামূল্যে পরিষেবা দেওয়ার। এবছর আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বনবস্তি এলাকার এক সন্তান নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাঁর নাম জেমিনা নার্জিনারি।
advertisement
আরও পড়ুন: বাবা নেই, পান দোকান সামলে উচ্চমাধ্যমিক! আলিপুরদুয়ারের পরীক্ষার্থীর অদম্য লড়াই মন ছুঁয়ে গেল সকলের
জানা গিয়েছে, এই প্রথম নিট পরীক্ষা দিয়ে সে সফলতার মুখ দেখেছে। আলিপুরদুয়ারের বাসিন্দারা গর্বিত জামিনার জন্য। আর্থিক পরিস্থিতি ঠিক না থাকার কারণে মোবাইলে ইউটিউব দেখে পড়াশোনা করেছে সে। এই বিষয়ে জেমিনা নার্জিনারি বলেন, “আমাদের এই এলাকায় নিট বা তার সমতুল্য কোনও পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কোনও কোচিং সেন্টার নেই। মোবাইলের ওপর ভরসা করে পড়াশুনো করতে হয়েছে। বাবা-মা আমার জন্য অনেক সংগ্রাম করেছেন।পরীক্ষার জন্য আমারও কোচিং দরকার ছিল কিন্তু আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে আমি কেবল মোবাইলে দেখে পড়াশোনা করেছি। অনেক সমস্যার মুখোমুখি হয়েও আমি হাল ছাড়িনি। অবশেষে আমি সাফল্য পেয়েছি।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সংগ্রামময় জীবনে জেমিনার মত পড়ুয়ারা দেখাচ্ছে এক নতুন দিগন্ত। তাকে দেখে এলাকার আরও পড়ুয়ারা সফলতার সিঁড়িতে উঠবে আশা এলাকাবাসীদের। নিট পরীক্ষায় সফল জেমিনা পড়তে যাবে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে।