ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের নিমাতি রাভাবস্তি এলাকায়। বুধবার সকালের এই ঘটনায় মারাত্মক জখম হয়েছেন ধীরেন রাভা নামে এক ব্যক্তি। তাঁর বয়স ৩৮ বছর। স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সকালে এলাকার বাসিন্দা ধীরেন রাভা প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময় আচমকাই একটি বুনো হাতি তাঁকে আক্রমণ করে। ওই ঘটনায় ধীরেন রাভা মারাত্মকভাবে জখম হন। এলাকার মানুষ সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে লতাবাড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যায়। পরিস্থিতি গুরুতর বুঝে গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ওই ব্যক্তিকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করেন। ধীরেন রাভা নামে ওই ব্যক্তির শারীরিক পরিস্থিতির ফের অবনতি হওয়ায় তাঁকে কোচবিহার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন: আদিবাসী সংগঠন মাঝি পরগনা মহলের ডাকে পুরুলিয়াতেও ১২ ঘন্টার চাক্কা জ্যাম, ভোগান্তি পথচারীদের
এলাকার বাসিন্দারা জানান, নিমাতি রাভা বস্তি এলাকায় বুনো হাতির হানা নিত্য ঘটনায় পরিণত হয়েছে। প্রতিনিয়ত গ্ৰামে ঢুকে হামলা করছে বুনো হাতি। এই ঘটনা ঘটতে থাকলে গ্রামবাসীদের বাড়ি থেকে বেরনো বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করছেন অনেকে। অভিযোগে, বন দফতরকে বিষয়টি জানানো হলেও তারা কোনও ব্যবস্থা নেয়নি। এদিকের হাতিখানা ক্রমশই বাড়ছে। ফলে প্রাণ হাতে করে বাঁচতে হচ্ছে রাভা বস্তির সদস্যদের।
অনন্যা দে