TRENDING:

Alipurduar News: হাতি মানুষ সঙ্ঘাত রুখতে উদ্যোগী বনদফতর, রাজাভাতখাওয়াতে কর্মশালার আয়োজন

Last Updated:

ডুয়ার্সের কালচিনি ব্লকের চা বলয়ে হাতি ও মানুষ সংঘাত একটি নিত‍্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। চা বলয়ে হাতি ও মানুষ সঙ্ঘাত রুখতে মঙ্গলবার কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে বনদফতরের বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের পক্ষ থেকে একটি কর্মশালার আয়োজন করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : ডুয়ার্সের কালচিনি ব্লকের চা বলয়ে হাতি ও মানুষ সংঘাত একটি নিত‍্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। চা বলয়ে হাতি ও মানুষ সঙ্ঘাত রুখতে মঙ্গলবার কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে বনদফতরের বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের পক্ষ থেকে একটি কর্মশালার আয়োজন করা হয়। এদিনের কর্মশালায় বক্সা ব্যাঘ্র প্রকল্প লাগোয়া ২০ টি চা বাগানের ২০০ জন অংশগ্রহণ করেন। এছাড়া চা বাগান কতৃপক্ষের থেকে ও একজন করে প্রতিটি চা বাগান থেকে অংশগ্রহণ করে। এদিনের কর্মশালায় বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডাইরেক্টর, ডেপুটি ফিল্ড ডাইরেক্টর উপস্থিত ছিলেন। চা বাগানে বুনো হাতি সহ বন‍্যপ্রাণী আক্রমণ করলে কি করণীয় এই বিষয়ে এদিনের কর্মশালায় আলোচনা হয়। হাতির তাণ্ডব রুখতে সকলের হাতে প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হয়।
advertisement

প্রথমে হাতির আক্রমণ রোখার চেষ্টা এলাকাবাসীদের নিজেকে করতে হবে বলে বলা হয়েছে বন দফতরের তরফে। চা বাগান অধ্যুষিত কালচিনি ব্লক তথা আলিপুরদুয়ার জেলায় হাতি-মানুষ সংঘাতের ঘটনা রোজনামচায় পরিণত হয়েছে। প্রায় প্রতি রাতেই বক্সা ব্যাঘ্র প্রকল্প ও জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গল থেকে হাতির পাল বের হয়ে চা বাগানের শ্রমিক মহল্লা তছনছ করে জঙ্গলে ফিরে যাচ্ছে। চা বাগান ছাড়াও জঙ্গল সংলগ্ন বনবস্তি এলাকায় প্রায় দিনই হাতির হামলার অভিযোগ উঠে আসে।

advertisement

চা বাগান ও বনবস্তি এলাকার মানুষ মাঝে মধ্যেই অভিযোগ করেন খবর পাঠালেও সঠিক সময়ে হাতি তাড়াতে উপদ্রুত এলাকায় পৌঁছোন না বনকর্মীরা। ফলে হাতির হামলায় ক্ষতির পরিমাণ অনেকটাই বেড়ে যায়। এসব সমস্যার সমাধানের পথ খুঁজতে আগেই উদ্যোগ নেওয়া হয়েছিল জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠন স্পোর-এর তরফে। সংগঠনের তরফে হাতি-মানুষ সংঘাত রোধে বিভিন্ন চা বাগান ও বনবস্তি এলাকার বাসিন্দাদের প্রশিক্ষন দেওয়ার ব্যবস্থা করা হয়। প্রায় নয়মাস আগে কালচিনির নিমতিঝোরা চা বাগানে এমনই এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন হয় সংশ্লিষ্ট সংগঠনের তরফে।

advertisement

আরও পড়ুনঃ দীর্ঘদিন বন্ধ থাকার পর নয়া মালিকের হাত ধরে নবরূপে ‌যাত্রা শুরু রায়মাটাং চা বাগানের

সংগঠন সূত্রে জানা যায়, চা বাগানে হঠাৎ করে হাতি হামলা চালালে কীভাবে তা প্রতিহত করে এক বা একাধিক হাতির পালকে জঙ্গলমুখী করতে হবে তার কলাকৌশল শেখানো হয়। এর জন্য ওই বাগানের ৮ জন শ্রমিককে নিয়ে তৈরি করা হয়েছে কুইক রেসপন্স টিম। হাতি বাগানে হামলা করেছে টের পেলেই ওই টিমের সদস্যরা প্রথমে এলাকার শ্রমিক ও বাসিন্দাদের সতর্ক করবেন। হাতি বাগানে হামলা করেছে টের পেলেই ওই টিমের সদস্যরা প্রথমে এলাকার শ্রমিক ও বাসিন্দাদের সতর্ক করবেন। এরপর বন দফতরে খবর দেওয়ার দায়িত্ব থাকবে ওই টিমের সদস্যদের ওপর।

advertisement

আরও পড়ুনঃ শামুকতলায় চোলাই মদ-সহ গ্রেফতার আট

বনকর্মীরা না আসা পর্যন্ত ওই টিম হাতির পালকে জঙ্গলমুখী করার চেষ্টা চালিয়ে যাবেন। এর ফলে শুধু বাড়ি ঘরের ক্ষয়ক্ষতি এড়ানো যাবে তাই না, উপরন্তু হাতির আক্রমণে যাতে কোন মানুষের প্রাণহানি না ঘটে তা অনেকাংশেই নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছেন সংগঠনের প্রতিনিধিরা। এদিন সংগঠনের তরফে কুইক রেসপন্স টিমের সদস্যদের হাতে হুইসেল, মাইক, টর্চ, সার্চ লাইট, রিফ্লেক্টর জ্যাকেটের মতো হাতি তাড়ানোর উপকরণ তুলে দেওয়া হয়েছিল। তারপরও হাতির হানার ঘটনা বেড়ে যাওয়ায় ভীত সকলেই। এই ভয় দুর করতে এদিন বনদফতরের তরফে কর্মশালার আয়োজন করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: হাতি মানুষ সঙ্ঘাত রুখতে উদ্যোগী বনদফতর, রাজাভাতখাওয়াতে কর্মশালার আয়োজন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল