আরওপড়ুন: নিরিবিলি পছন্দ? সবুজ টানে? পুজোর শহুরে ভিড় ছেড়ে ঘুরে আসুন চিলাপাতার জঙ্গলে! দেখা হবে তাদের সঙ্গেও
ছেলের চিন্তায় চোখের জল থামাতে পারছেন না শিবু কিসকুর মা মঙ্গলি কিসকু। তিনি বলেন,”গত মঙ্গলবারে ছেলের সঙ্গে শেষ কথা হয়েছিল।ছেলে বলেছিল কালিপুজোতে আসবে বাড়িতে।সিকিমে বন্যার পর থেকেই তাকে আর ফোনে পাচ্ছি না। যার অধীনে সে কাজ করতো সেই ঠিকাদার ও মালিকের সঙ্গেও কোনও যোগাযোগ হচ্ছে না।’বাবলু কিসকুর স্ত্রী পুনম কিসকু বলেন,”এলাকায় কোনও কাজ নেই, তাই বাধ্য হয়ে দুমাস আগে সিকিমে কাজের সন্ধানে গিয়েছিল আমার স্বামী। তবে দুর্যোগের পর কোনও খোঁজ খবর পাচ্ছি না তার। একদৃষ্টে বাইরের রাস্তায় চেয়ে বসে রয়েছি, যদি বাড়ি ফিরে আসেন তিনি।’এলাকার বাসিন্দারা জানিয়েছেন প্রশাসনের কাছে আর্জি তারা জানিয়েছে। যদি কোনও ভাবে পাঁচজন শ্রমিকের কোনো তথ্য তাঁরা দিতে পারেন। থানাতেও জানিয়েছেন তাঁরা।
advertisement
Annanya Dey