আলমারি ঘাঁটতে গিয়ে পুরনো ২ হাজার টাকার নোট পেয়েছেন? এখন কী করবেন?

২০১৬ সালে নোটবন্দি হয়। কালো টাকা রুখতে রাতারাতি ৫০০ এবং ১০০০ টাকার নোট তুলে নেয় কেন্দ্র সরকার।

তার বদলে চালু হয় ২ হাজার টাকার নোট।

কিন্তু ২০২৩ সালে ১৯ মে সেই ২ হাজার টাকার নোটও বাজার থেকে তুলে নেওয়া হয়।

রিজার্ভ ব্যাঙ্ক জানায়, এই নোট বৈধ। তবে লেনদেন কমানো হচ্ছে।

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ২ হাজার টাকার ৯৮.১৫ শতাংশ নোট ইতিমধ্যেই ব্যাঙ্কিং সিস্টেমে ফেরত এসেছে।

অর্থাৎ সাধারণ মানুষের কাছে এখনও বিপুল পরিমাণ ২ হাজার টাকার নোট রয়ে গিয়েছে। যাঁদের কাছে এখনও ২ হাজার টাকার নোট রয়েছে, তাঁরা কী করবেন?

তাঁরা কী আর বদলানোর সুযোগ পাবেন? রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, হ্যাঁ, তাঁরা চাইলে এখনও ২ হাজার টাকার নোট বদলে নিতে পারেন।

রিজার্ভ ব্যাঙ্কের ১৯টি ইস্যু অফিসে এই সুযোগ পাওয়া যাচ্ছে। 

পোস্ট অফিসেও ২ হাজার টাকার নোট জমা দেওয়া যাবে। তারা ইস্যু অফিসে পাঠিয়ে দেবে। টাকা গ্রাহকের অ্যাকাউন্টে জমা পড়ে যাবে।

পড়তে ক্লিক করুন