SBI Special Scheme: SBI-র স্পেশ্যাল স্কিমে বিনিয়োগ করেছেন ? ১,১১১ দিনের এই প্ল্যানে মিলবে বিশেষ সুবিধা
- Written by:Trending Desk
- trending-desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
SBI Special Scheme: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই গ্রিন রুপি টার্ম ডিপোজিট প্ল্যানে ভারতীয় নাগরিক, এনআরআই এবং এনআরও-রা বিনিয়োগ করতে পারে।
advertisement
কারা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রিন রুপি টার্ম ডিপোজিট প্ল্যানে বিনিয়োগ করতে পারে -স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই গ্রিন রুপি টার্ম ডিপোজিট প্ল্যানে ভারতীয় নাগরিক, এনআরআই এবং এনআরও-রা বিনিয়োগ করতে পারে।স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রিন রুপি টার্ম ডিপোজিট প্ল্যানে কত সময়ের জন্য বিনিয়োগ করা যেতে পারে -স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই গ্রিন রুপি টার্ম ডিপোজিট প্ল্যানের জন্য তিনটি আলাদা আলাদা সময় অফার করছে।- ১১১১ দিন।- ১৭৭৭ দিন।- ২২২২ দিন।
advertisement
কীভাবে অ্যাপ্লাই করা যেতে পারে -স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই গ্রিন রুপি টার্ম ডিপোজিট প্ল্যানে বিনিয়োগ করার জন্য নিজেদের কাছের যে কোনও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় যেতে হবে। খুব তাড়াতাড়ি এটি ই ইয়োনো অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং মোবাইল ব্যাঙ্কিংয়ের সঙ্গে যুক্ত করা হবে। এরপর ঘরে বসেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই গ্রিন রুপি টার্ম ডিপোজিট প্ল্যানে বিনিয়োগ করা যাবে।
advertisement
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই গ্রিন রুপি টার্ম ডিপোজিট প্ল্যানের সুদের হার -স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই গ্রিন রুপি টার্ম ডিপোজিট প্ল্যানে সাধারণ ফিক্সড ডিপোজিট থেকে কিছুটা কম সুদ দেওয়া হয়।- ১১১১ দিনের জন্য প্রতি বছরে ৬.৬৫% সুদ।- ১৭৭৭ দিনের জন্য প্রতি বছরে ৬.৬৫% সুদ।- ২২২২ দিনের জন্য প্রতি বছরে ৬.৪০% সুদ।
advertisement
সিনিয়র সিটিজেনরা পেতে পারে বেশি সুবিধা -স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই গ্রিন রুপি টার্ম ডিপোজিট প্ল্যানে সিনিয়র সিটিজেনরা বেশি সুদ পেতে পারে। এছাড়াও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মীরা এবং সিনিয়র সিটিজেন কর্মীরা এর থেকে বেশি সুদ পেতে পারে। কিন্তু, এনআরআই সিনিয়র সিটিজেন এবং এনআরআই কর্মীরা এই বেশি সুদের সুবিধা পাবে না।
advertisement
advertisement
advertisement
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই গ্রিন রুপি টার্ম ডিপোজিট প্ল্যানের সুবিধা -স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই গ্রিন রুপি টার্ম ডিপোজিট প্ল্যান পরিবেশের সুরক্ষার সঙ্গে জড়িত প্রজেক্ট সাপোর্ট করে থাকে। এখানে একটি নির্দিষ্ট সময়ের জন্য বিনিয়োগ করলে গ্যারান্টি যুক্ত রিটার্ন পাওয়া যায়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের সরল এবং সুরক্ষিত বিনিয়োগ অফার করছে। অর্থাৎ যারা কম রিস্কে সুরক্ষিত ভাবে নিশ্চিত রিটার্ন পেতে চায়, তাদের জন্য এই স্কিম সেরা বিকল্প হতে পারে।







